আওয়ার ইসলাম : ত্রিপুরা, তামিলনাড়ুর পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কয়েক’শ মিটারের মধ্যে প্রকাশ্যে ভাঙা হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভাস্কর্য। খবর আনন্দবাজার-এর।
খবরে বলা হয়, বুধবার সকালে কেওড়াতলা শ্মশান সংলগ্ন সিআর দাস পার্কে এই ঘটনা ঘটেছে।
সাত তরুণ-তরুণী হঠাৎই পার্কে প্রবেশ করে হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকেন শ্যামাপ্রসাদের আবক্ষ প্রস্তরভাস্কর্যে। এতে মুখের বেশ খানিকটা অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়। ভাস্কর্যে কালিও মাখিয়ে দেন তারা।
সাতজনকেই গ্রেফতার করেছে টালিগঞ্জ থানার পুলিশ। তারা নিজেদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বলে দাবি করেছেন।
ত্রিপুরায় লেনিনের ভাস্কর্য ভাঙার প্রতিত্রিয়া দেখাতেই শ্যামাপ্রসাদের ভাস্কর্য ভাঙা হয়েছে বলে মনে করছে পুলিশ।
ঘটনাস্থলে যে পোস্টার মিলেছে তার নীচে সংগঠনের নাম লেখা ছিল ‘র্যাডিক্যাল’।
কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার জানান, গ্রেফতারদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হবে। এ ধরনের তাণ্ডব কোনও মতেই বরদাস্ত করা হবে না।