শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


ভারতের কাছে আত্মসমর্পণ করতে চান দাউদ ইব্রাহিম!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাফিয়া ডন খ্যাত দাউদ ইব্রাহিম ভারতে ফিরবেন। শুধু তাই নয়, আত্মসমর্পণও করবেন তিনি। তবে, কিছু শর্ত আরোপ করেছেন তিনি। দাউদ ইব্রাহিমের পক্ষে তার ভাই ইকবাল কাসকরের আইনজীবী শ্যাম কেসওয়ানি মঙ্গলবার এমন তথ্যই জানিয়েছেন।

দাউদ ইব্রাহিমকে ভারতের মুম্বাইয়ে ১৯৯৩ সালে ধারাবাহিক হামলার মূল পরিকল্পনাকারী বলে মনে করা হয়।

দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকরের আইনজীবী শ্যাম কেসওয়ানি। কিন্তু কেসওয়ানি নিজেকে দাউদের আইনজীবী বলেও দাবি করেন।

কেসওয়ানি জানান, আত্মসমর্পণের ব্যাপারে দাউদ ইব্রাহিম যে শর্তগুলি দিয়েছেন, তার মধ্যে একটি হলো, মুম্বাইয়ের কড়া নিরাপত্তাবেষ্টিত আর্থার রোড জেলে রাখতে হবে তাকে।

কেসওয়ানি বলেন, 'ভারত যদি আবু সালেমের সঙ্গে সমঝোতা করতে পারে, তবে দাউদের সঙ্গে কেন করবে না?'

এদিকে, কেসওয়ানির দাবিকে দাউদের পুরোনো ছক বলে মন্তব্য করেছেন সরকারি আইনজীবী উজ্জ্বল নিকম।

উর , ১৯৯৩-সালের ১২ মার্চ মুম্বাইয়ের ১৩টি স্থানে বিস্ফোরণ হয়। এতে সাড়ে তিনশ' জনের মৃত্যু হয়। এই হামলায় দাউদের হাত ছিল বলে মনে করা হয়। যুক্তরাষ্ট্র ২০০৩ সালে দাউদকে আন্তর্জাতিক অপরাধী বলে ঘোষণা দেয়। ইন্টারপোল তার সন্ধানে তল্লাশি অব্যাহত রেখেছে।

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ