আওয়ার ইসলাম: নোয়াখালীর মাইজদীতে পেট্রোল বোমাসহ ও উগ্র মতবাদের বই সংরক্ষণের অভিযোগে ইসলামী ছাত্র শিবিরের ৩৮ নেতাকর্মীকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পুলিশ।
মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহাদাত হোসেন আসামীেদের আদালতের পাঠানোর নির্দেশ দেন।
সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, আদালতে হাজির করার পর আসামীরা জামিন আবেদন করলে আদালত আবেদন নাকচ করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
জেলা পুলিশ সুপার ইলিয়াছ শরীফ বলেন, সোমবার রাতে শহরের মধুসুদনপুরের আমেনা মঞ্জিলের চারতলার একটি বাসায় ছাত্র শিবিরর নেতাকর্মীরা গোপন বৈঠক করছে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ।
সেখান থেকে নোয়াখালী শহর ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আবদুল্লা-আল রাকিবসহ সংগঠনের ৩৮ নেতাকর্মীকে আটক ও ২১টি পেট্রোল বোমা, আটটি কিরিচ, জিহাদি বই, পোস্টার, ব্যানার ও ১০টি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সুপার বলেন, গ্রেপ্তাররা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী সরকারি কলজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র। তারা গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিলেন।
এসএস/