আওয়ার ইসলাম : ভারতের সুপ্রীম কোর্টে ‘একসঙ্গে তিন তালাক’কে অবৈধ ঘোষণার পর এবার মুসলিম সমাজে প্রচলিত ‘হিল্লা বিয়ে’ নিষিদ্ধের বিরুদ্ধে আবেদন করা হয়েছে। খবর ডেইলি সিয়াসাত-এর।
ভারতের সুপ্রীম কোর্টের ওই আবেদনে বলা হয়, মুসলিম সমাজে প্রচলিত বহু বিবাহ ও হিল্লা বিয়েকে অসাংবিধানিক ও নারীদের মৌলিক অধিকার বিরোধী বলে আখ্যা দেওয়া হোক।
প্রসঙ্গত, হিল্লা বিয়ে হচ্ছে, কোনো ব্যক্তি তার সাবেক স্ত্রীকে ততক্ষণ পর্যন্ত বিয়ে করতে পারবে না যতক্ষণ না সে স্ত্রী অন্য কাউকে বিয়ে না করে ও তাকে পুণরায় তালাক দেওয়া না হয়। দ্বিতীয় স্বামী তাকে তালাক দেওয়ার পর ইদ্দত পালনের পরই প্রথম স্বামী তাকে পুণরায় বিয়ে করতে পারবে।
এদিকে, পাঁচ বিচারকের সমন্বিত বেঞ্চে আবেদনটি শুনানির পর বলা হয়, সংখ্যাধিক্যের রায়ের ভিত্তিতে তিন তালাককে অবৈধ ঘোষণা দেওয়ার পর পরিস্থিতি অনুকূলে না থাকায় বর্তমানে রায় শুনানি থেকে বিরত থাকা হচ্ছে।