আওয়ার ইসলাম: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দুপুরে সিরিয়ায় অস্ত্রবিরতি পালনের খসড়া প্রস্তাবের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শুক্রবার রুদ্ধদ্বার বৈঠকের পর নিরাপত্তা পরিষদের সদস্যরা সাংবাদিকদের একথা বলেন।
জাতিসংঘে নিযুক্ত সুইডেনের স্থায়ী প্রতিনিধি ওলফ স্কুগ জানান, শনিবার দুপুরে এ প্রস্তাবের বিষয়ে ভোটাভুটি হবে। নিরাপত্তা পরিষদের সদস্যরা শুক্রবার নথি চূড়ান্ত করার চেষ্টা করলেও তাঁরা বিতর্কিত সকল ইস্যু মোকাবেলায় ব্যর্থ হয়েছেন। তাঁরা সরারাত ধরে কাজ করবেন এবং পরদিনও তা অব্যাহত রাখবেন।
জাতিসংঘে নিযুক্ত কুয়েতের স্থায়ী প্রতিনিধি মনসুর আয়াদ আল-ওতাইবি সাংবাদিকদের বলেন, খসড়া প্রস্তাবের বিভিন্ন বিষয় নিয়ে অনৈক্য থাকলেও অস্ত্রবিরতি পালনের ব্যাপারে সবাই একমত হয়েছেন।
সিরিয়ায় ৩০ দিনের অস্ত্রবিরতি পালনে প্রয়োজনীয় বিষয় অন্তর্ভূক্ত করে কুয়েত ও সুইডেন এ খসড়া প্রস্তাব তৈরি করেছে।