আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক
পাক সেনাপ্রধান জেনারেল কমর জাবেদ বাজওয়া বলেন, সন্ত্রাসবাদ আর জেহাদ এক নয়। সন্ত্রাসবাদকে কখনোই জেহাদ বলা যাবে না। জেহাদের নির্দেশ দেওয়ার অধিকার একমাত্র রাষ্ট্রের।
জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত সিকিউরিটি কনফারেন্সে ‘খেলাফতের পর জেহাদিজম’ বিষয়ে বক্তব্য দেওয়াকালে তিনি ‘জেহাদ’ নিয়ে এ মন্তব্য করেন।
জাবেদ বাজওয়া বলেন, নিজের ওপর নিয়ন্ত্রণের নামই সবচেয়ে বড় জেহাদ। সকল মাযহাবের ওলামারা ধর্মের নামে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে আসছেন। পাকিস্তান অপারেশন রদ্দুল ফাসাদের মাধ্যমে আল কায়েদা, তালেবান ও জামায়াতুল আহরারকে পরাজিত করেছে।
পাক সেনাপ্রধান বলেন, সন্ত্রাসবাদ ও চরমপন্থীদের জেহাদ বলা উচিত নয়। আমরা গর্ব নিয়ে বলতে পারি পাকিস্তানে সন্ত্রাসবাদের কোনো আশ্রয় নেই। সন্ত্রাসবাদের ঠিকানা আফগানিস্তানে। পাকিস্তানে ২৭ হাজার আফগান অভিবাসী অবস্থান করছে। এখন সময় এসেছে তাদের ফিরিয়ে দেওয়ার। আফগানিস্তানের ভূমি পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহৃত হয়ে আসছে। পাকিস্তান ও আফগানিস্তানের ভূমি একে অপরের বিরুদ্ধে ব্যবহার করা উচিত নয়। সূত্র: ডেইলি পাকিস্তান