আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি সফর থেকে ফেরার পর সংবাদ সম্মেলন ডেকেছেন।আগামীকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে।
সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) গভর্নিং কাউন্সিলের সভায় অংশগ্রহণ এবং ভ্যাটিকান সফর শেষে শনিবার রাত সোয়া ৮টায় দেশে ফিরেছেন।
পোপ ফ্রান্সিস ও আইএফএডির প্রেসিডেন্ট গিলবার্ট এফ হংবোর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে রোববার ইতালির রাজধানী রোম সফরে যান প্রধানমন্ত্রী।
রোম থেকে বৃহস্পতিবার সকালে আবুধাবির উদ্দেশে যাত্রা করেন তিনি। সেখানে একদিন যাত্রাবিরতির পর দেশের পথে রওনা হন। সোমবার সকালে ভ্যাটিকান সফর করে পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা।
পরদিন আইএফএডির ৪১তম গভর্নিং কাউন্সিলের সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং ওইদিন বিকেলে রোমে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় যোগ দেন।
এইচজে