আওয়ার ইসলাম: আগামী ২৯ মার্চ ভোটের তারিখ রেখে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এ ঘোষণা দেন।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১লা মার্চ। এছাড়া যাচাইবাছাই করা হবে ৪ ও ৫ মার্চ এবং মনোনয়নপত্র পত্যাহারের শেষ সময় ১২ মার্চ। এসব নির্বাচনের মধ্যে ৪টি পৌরসভায় সাধারণ নির্বাচন ও একটিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
এছাড়া ৪ ওয়ার্ডে উপ-নির্বাচন, ৩৪টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন, ৯৩টিতে উপ-নির্বাচন হবে। পাশাপাশি ১টি সিটি করপোরেশনের ওয়ার্ডে উপ-নির্বাচন হবে।
এদিকে ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আপিল সুনানি অনুষ্ঠিত হবে।
এইচজে