শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


সরকার বেআইনিভাবে রায়রে কপি সরবরাহে বিলম্ব করছে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেআইনিভাবে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দেওয়া সাজার রায়ের কপি (অনুলিপি) দিতে বিলম্ব করছে সরকার।

গতকাল শুক্রবার বিএনপি চেয়ারপারানের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় শেষে দলের মহাসচিব এ কথা বলেন।

ফখরুল বলেন, আইন অনুসারে ৫ কার্যদিবসের মধ্যে রায়ের কপি দেওয়ার কথা থাকলেও সরকার তা দিতে দেরি করছে। তারা চায় খালেদা জিয়ার কারাবাস দীর্ঘায়িত হোক। তাই সরকার ইচ্ছাকৃতভাবে রায়ের কপি নিয়ে ধুম্রজাল সৃষ্টি করছে।

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়াকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখতে ‘সরকারের ঘৃণ্য প্রচেষ্টাকে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা চাই আইন তার নিজস্ব গতীতে চলুক। নিয়ম ও আইন অনুসরণ করে যেন রায়ের কপি দেওয়া হয় আমরা তার দাবি জানাই।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ