শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আ. লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে বিনা খরচে আরও কর্মী নেবে জাপান, সমঝোতা স্মারক সই সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সেই বিতর্কিত ব্যক্তি আটক জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে আসছে নতুন রাজনৈতিক দল, নাম নির্ধারণ

হজরত শায়খে রেঙ্গা রহ. স্মরণে দু'টি কথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সালমান সাদি: শায়খুল আরব ওয়াল আযম, শায়খুল ইসলাম সাইয়্যিদ হুসাইন আহমদ মদনী রহ.'র অন্যতম খলিফা ছিলেন হজরত মাওলানা বদরুল আলম শায়খে রেঙ্গা রহ.।

যিনি একাধারে বরেণ্য বুযুর্গ, ওয়ায়েজ মুফসসিরে কুরআন, জামেয়া তওক্কুলিয়া রেঙ্গা মাদরাসার পরিচালকও ছিলেন।

আলহামদুলিল্লাহ! অতি নিকটে থেকে তাকে বারবার দেখার সৌভাগ্য হয়েছে। একসাথে খানাপিনা, ঘুমানোরও সৌভাগ্য ঘটেছে! আমার জীবনে এমন মাটির মানুষ আর দেখিনি।

কী তাওয়াজু'! কী ইনকেসারি! আমিত্ব, অহংবোধ, লোভ লালসা, হিংসা ঘৃণা, দুনিয়ার লোভবিহীন ভাবেই যেন তাকে সৃষ্টিকরা হয়েছে। আল্লাহু আকবর! তাঁর স্বরচিত একটি মুনাজাত রয়েছে। যা'তে তিনি বলেন, কুকুরে দেখিলে মোরে শরম লাগে তাঁর/ কোন গুনাহ রাখে না সে আমি গুনাহগার!

তিনি ছিলেন আমার মরহুম ওয়ালিদে মুহতরম রহ.'র ইলমে তাযকিয়ার শিক্ষক। ইলমে তাসাঊফে তাঁর কাছ থেকে ইজাযতও লাভ করেন তিনি। যদিও পীর-মুরিদি চ্যাপ্টারে আমার ওয়ালিদে মুহতরম আগ্রহী ছিলেন না। অনেকেই জানে না, তিনি কারো ইজাযত প্রাপ্ত কীনা? শায়খ কী না? সে অনেক কথা। যাক।

আজ রোজ বুধবার ফজরের পর স্মরণ হলো, হজরত শায়খে রেঙ্গা রাহ. এর কথা। আত্মীয়তার সম্পর্কে তিনি আমাদের নানাজি। একমাত্র খালা মরহুমার শশুর। তাঁর বড় সাহেবজাদা ছিলেন আমার খালু।

বর্তমানে মাদরাসা পরিচালনার দ্বায়িত্বে আছেন তাঁর চতুর্থ মিয়া মাওলানা মুহিতুল ইসলাম বুরহান। দ্বিতীয় মিয়া মাওলানা খলীল আহমদ হজরতের পর মাদরাসা পরিচালনার দ্বায়িত্বে ছিলেন।

বর্তমানে শারিরীক অসুস্থতার দরুণ বাড়িতে আছেন। বড়ই আহলেদিল মানুষ। ষষ্ঠ মিয়া হাফিয মাওলানা সুফিয়ানও সপ্তম হাফিজ মাওলানা হাসসান মাদরাসার খেদমতে আছেন।

হজরতের সকল সাহেবজাদাই বাবার বিনয় নম্রতা, আমল আখলাকের নমুনা। পাঁচজন হাফিযে কুরআন। সবাই ইলমে দীনের খাদিম। এটা একটি বিরল বৈশিষ্ট্য। তবে, আমার কাছে হজরত শায়খের ষষ্ট সাহেবজাদা দারুলউলুম হাটহাজারীর ফারেগ হাফিজ মাওলানা সুফিয়ান হাফিঃ কে ই হজরত শায়খে রেঙ্গা রহ. এর পরিপূর্ণ নমুনা মনে হয়!

আল্লাহ্পাক তাদের সবাইকে হায়াতে তাইয়্যিবাহ ত্বাবীলাহ সাহতে কামেলা দানকরুন।

কিয়ামততক শায়খে রেঙ্গার নসলকে দীনের খেদমতের জন্য কবুল করুন। এবং আমাদেরে সীরতে মুস্তাকীমের উপর রাখুন। আমীন


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ