আওয়ার ইসলাম : রাজধানীর মুগদা থানার মানিকনগর এলাকায় আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছে। এরা হলেন-শেখর আলী (৫০), ছেলে আলামিন (১৯), মেয়ে তানজিনা আক্তার (২০), ছেলে মুরাদ হোসেন (১২) এবং নাতি রনি (১৩)।
বুধবার দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের অবজারভেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
দগ্ধ শেখর আলীর ভাতিজা ইমন আলী জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাসার সবাই ঘুমিয়েছিল। এ সময় হঠাৎ আগুন লেগে যায়।
কোথা থেকে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা গ্যাসের পাইপ থেকে আগুন লাগতে পারে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দগ্ধরা সবাই বার্ন ইউনিটের অবজারভেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
জানতে চাইলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।