আবরার আবদুল্লাহ: সৌদি আরব ইতিহাসের প্রথমবারের মতো তার আকাশ সীমা ব্যবহার করে ইসরাইলে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে এয়ার ইন্ডিয়াকে।
গত জানুয়ারিতে এয়ার ইন্ডিয়া ইসরাইলি এয়ার লাইন ই-১ এ-১ এর সঙ্গে একটি চুক্তি সম্পাদন করে। চুক্তি অনুযায়ী বিমান কোম্পানি দুটি দিল্লি-তেল আবিব সরাসরি ফ্লাইট পরিচালনা করবে।
চুক্তিটি নির্ভর করছিলো সৌদি আরবের অনুমোদনের উপর। কেননা সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করা ব্যতিত ইন্ডিয়া ও ইসরাইলের মাঝে সরাসরি ফ্লাইট পরিচালনা করা সম্ভব নয়।
সৌদি আরবের অনুমোদন অনুযায়ী এয়ার ইন্ডিয়া আগামী মার্চ থেকে সৌদির আকাশ সীমা ব্যবহার করতে পারবে। এতে তাদের সময় বেঁচে যাবে আড়াই ঘণ্টা।
তবে ইসরাইলের কোনো বিমান সৌদি আরবকে অতিক্রম করতে পারবে না।
সৌদি আরব এখন পর্যন্ত কোনো ইসরাইলগামী বিমানকে তার আকাশ সীমা অতিক্রম করার অনুমতি দেয় নি। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আম্মান যাত্রা বিরতি করে তেল আবিব যেতে হয়েছিলো।
এ অনুমোদনকে ইসরাইলের সঙ্গে উপসাগরীয় আরব দেশগুলোর সম্পর্ক উন্নয়নের লক্ষণ হিসেবেই দেখছেন অনেকে।
সূত্র : মিডল ইস্ট মনিটর