মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

‘আমি ট্রাম্পকে সতর্ক করেছি মুসলিমদের যাতে অবহেলা না করা হয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাখাওয়াত উল্লাহ : জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ বলেছেন, শান্তিই হচ্ছে ইসলামের মূল আদর্শ। সিএনএন’এর সাপ্তাহিক অনুষ্ঠান জিপিএসে এই কথা বলেন তিনি। এই অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন বিখ্যাত সাংবাদিক ফরিদ জাকারিয়া।

অনুষ্ঠানে জর্ডানের রাজাকে ফরিদ জিজ্ঞেস করেন, ‘নির্বাচনী প্রচারণাকালে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তিনি মনে করেন ইসলাম তাদেরকে (যুক্তরাষ্ট্রকে) ঘৃণা করে। আপনি তো বেশ কয়েকবার তার সঙ্গে সাক্ষাত করেছেন, এ বিষয়ে আপনাদের মধ্যে কথা হয়েছে? আপনি কি তার ভুল ভাঙানোর চেষ্টা করেছেন?’

এ প্রশ্নে রাজা দ্বিতীয় আবদুল্লাহ বলেন, ‘আমি এ বিষয়ে তার সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছি। মার্কিন সিনেট থেকে শুরু করে প্রশাসনের বৈঠকেও আমি এই কথাটি উল্লেখ করি। আমি আগেও বলেছি, ইসলামের মধ্যেই আমাদের একটি যুদ্ধ চলছে। এটি একটি গৃহযুদ্ধের মত। এই যুদ্ধ হচ্ছে বিভিন্ন জঙ্গি সংগঠন এবং মুসলিমদের মধ্যে। তারা যে শুধু ইহুদি এবং খ্রিষ্টানদের হত্যা করছে তা নয়, মুসলিমদের ওপরও হামলা চালিয়েছে। এই জন্যে আমি সবসময় তাকে (ট্রাম্পকে) বলেছি, তিনি যাতে যুক্তরাষ্ট্রে জঙ্গিদের প্রবেশ নিয়ে বেশি চিন্তা না করেন কেননা তাদের সুরক্ষা ব্যবস্থা যথেষ্ট উন্নত। তাদের উচিত হবে এটা নিশ্চিত করা যে বিশ্বের কোন মুসলিম জনগোষ্ঠীই যাতে না মনে করে যে তাদের অবহেলা করা হচ্ছে। তা না হলে পরিণতি ভয়ংকর হতে পারে।’

এরপর তিনি বলেন, ‘আমি মনে করি, ইসলাম সম্পর্কে ট্রাম্পের তেমন বেশি ধারণা নেই। বিশ্বের অন্যান্য ধর্মের মতই ইসলামও নৈতিকতার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ইসলাম কখনই মানুষ হত্যায় প্ররোচিত করে না। জেনে রাখা ভালো, আমরা যখন আরেক মুসলিম ভাইবোনের সঙ্গে সাক্ষাত করি, আমরা সবসময় আসসালামু আলাইকুম শব্দটি ব্যবহার করে থাকি, যার অর্থ আপনার ওপর শান্তি বর্ষিত হোক। এটিই হচ্ছে ইসলামের মূল আদর্শ, জঙ্গিবাদী নয়।’

এরপর ফরিদ প্রশ্ন করেন, ‘যতবারই ইউরোপে কোন জঙ্গি হামলা হয়, ততবারই তিনি মুসলিমদের দোষ দেন। ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে আপনি কি এই ব্যাপারে কথা বলেছেন?’

এই প্রশ্নে তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে কথা বলেছি। বিশ্বে জঙ্গিবাদী নির্মূলে যুক্তরাষ্ট্র সবচেয়ে সক্রিয় রাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে জর্ডানের মধ্যে একটি প্রাতিষ্ঠানিক সম্পর্ক রয়েছে এবং আমরা সবাই এই বিশ্বের হুমকিতে একত্রে কাজ করছি।’

SOURCE : CNN । YOUTUBE VIDEO LINK


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ