শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা

আজ জাতীয় গ্রন্থাগার দিবস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

‘বই পড়ি, স্বদেশ গড়ি’ স্লোগানে দেশে এবারই প্রথম পালিত হচ্ছে জাতীয় গ্রন্থাগার দিবস ২০১৮। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী এই দিবসটি পালন হচ্ছে আজ। এ উপলক্ষ্যে গতকাল বিকালে শাহবাগ গণগ্রন্থাগারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণগ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক আশীষ কুমার সরকার গ্রন্থাগার দিবসের অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা করেন।

দিনটিকে ঘিরে নেওয়া কর্মসূচীর মধ্য আছে উদ্বোধনী র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ৯ টায় উদ্বোধনী র‌্যালীর পর বিকালে দিবসটির তাৎপর্য সম্পর্কে জাদুঘরের প্রধান মিলনায়তনে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে মূল আলোচক হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবদুল মুহিত।

বিশেষ অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এম.পি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন(রিমি)এম. পি। সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আশীষ কুমার সরকার বলেন, গ্রন্থাগার শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্র বৃদ্ধি করে। গ্রন্থাগার দিবস উদযাপনের মাধ্যমে এই ক্ষেত্রটা আরও বৃদ্ধি পাবে।

তরুণদের বইপড়া ও গ্রন্থাগার ব্যবহার নিয়ে তিনি বলেন, তরুণরা যতক্ষণ পাঠাগারে থাকে ততক্ষণ তারা খারাপ কাজ থেকে দূরে থাকে। পাঠাগার ব্যবহারের মাধ্যমে যুব সমাজকে নিজেদের বিকশিত করার ধারণা ছড়িয়ে দেওয়ার জন্যই জাতীয় পর্যায়ে গ্রন্থাগার দিবস পালন করা হচ্ছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ