অওয়ার ইসলাম: হিন্দু ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা হয়েছে সাংবাদিক ও শিক্ষক আনিস আলমগীরের বিরুদ্ধে।
আজ মঙ্গলবার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে বাদী হয়ে মামলাটি করেছেন আইনজীবী সুশান্ত কুমার বসু। বিচারক কে এম সাইফুর রহমান মামলাটি তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী তাপস কুমার পাল সাংবাদিকদের জানান, গত ২২ জানুয়ারি সরস্বতী পূজার দিন আনিস আলমগীর তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন, যাতে তিনি হিন্দু ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এতে হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত লাগায় বিচার চেয়ে আদালতে মামলা করা হয়েছে।
এসএস/