আওয়ার ইসলাম: মন্ত্রিসভায় উঠছে সংবিধানের সপ্তদশ সংশোধনী। আইনমন্ত্রণালয় সুত্রের খবরে বলা হয়, ইতোমধ্যে সপ্তদশ সংশোধনীর খসড়া প্রস্তুত করা হয়েছে এবং আইন মন্ত্রণালয় এরইমধ্যে তা মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়েছে।
চুড়ান্ত অনুমোদনের জন্য আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে খসড়াটি উপস্থাপনা করা হতে পারে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, সংবিধান (সপ্তদশ সংশোধন) আইন ২০১৮ খসড়ায় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা বাড়ানোর প্রস্তাবও করা হয়েছে।
তবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি ।
উল্লেখ্য, সম্প্রতি সংবিধানের ষোড়ষ সংশোধনীকে বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রাখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রায়ে বিচারকদের বিভিন্ন পর্যবেক্ষণ নিয়ে সরকার মহলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। এরই মধ্যে সপ্তদশ সংশোধনী উপস্থাপন করা হচ্ছে।
এসএস/