আওয়ার ইসলাম: মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর নেজামে ইসলাম পার্টি বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে যোগ দেবে বলে জানা গেছে।
এ বিষয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতও করেছেন মুফতি ইজহার।
রবিবার (২৮ জানুয়ারি) রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠেয় জোটের বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে।
নেজামে ইসলাম পার্টি আগে থেকেই ২০ দলীয় জোটে ছিল। কিন্তু জোট থেকে ইসলামী ঐক্যজোট বের হয়ে এলে তিনিও বের হয়ে আসেন।
নেজামে ইসলাম পার্টি বর্তমানে দুটি অংশে বিভক্ত। একটির নেতৃত্বে মুফতি ইজহার থাকলেও অপরটির নেতৃত্বে রয়েছেন মাওলানা আবদুল লতিফ নেজামী। তিনি ইসলামী ঐক্যজোটেরও চেয়ারম্যান।
অনলাই পোর্টাল বাংলাট্রিবিউন সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১২ ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক হয় নেজামে ইসলাম পার্টির। সে বৈঠকেই চূড়ান্ত হয় মুফতি ইজহারুল ইসলাম ফের ২০ দলীয় জোটে যোগ দেবেন।
এ বিষয়ে শনিবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মুফতি ইজহার। এসময় তার সঙ্গে নেজামে ইসলাম পার্টির ১৬ জন নেতা উপস্থিত ছিলেন।
মুফতি ইজহার জানান, দেশের আলেম-ওলামাকে ঐক্যবদ্ধ করতে খালেদা জিয়াকে পরামর্শ দিয়েছেন তিনি।
বৈঠকে নেজামে ইসলাম পার্টির আরও অংশ নেন— মহাসচিব মাওলানা আবদুল মালেক আতহারী, সহসভাপতি আলহাজ আবদুর রহমান চৌধুরী, যুগ্মমহাসচিব মাওলানা মূসা বিন ইজহার, সহসাংগঠনিক সম্পাদক মুফতি দ্বীনে আলম হারুনী,কেন্দ্রীয় সদস্য মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী প্রমুখ।
খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি