মুজাহিদুল ইসলাম: গণমাধ্যমে আসা সংবাদে জানা যাচ্ছে, তুর্কি বিমান হামলায় ২ মার্কিন সামরিক কর্মকর্তা নিহত হয়েছে।
তুর্কি সমর্থিত ফ্রি সিরিয়ান আর্মি ও কুর্দি অধ্যুষিত আফরিনের ওয়াইপিজি’র মাঝে তীব্র সংঘাতের সংবাদ পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ওয়াইপিজি সংখ্যাগরিষ্ঠ ৩ হাজার সদস্যের একটি সীমান্তরক্ষী বাহিনী (যা তুর্কি-সিরিয় সীমান্তে নিয়োজিত থাকবে) গঠণের ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটে তুরস্কের সেনাবাহিনী ফ্রি সিরিয়ান আর্মিকে নিয়ে মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক সৈন্যদের সাথে সংশ্লিষ্ট ওয়াইপিজি’র বিরুদ্ধে অভিযানে নামে।
গণমাধ্যম বলছে, আফরিনে আমেরিকান সামরিক কর্মকর্তাদের অবস্থানের খুবই কাছাকাছি তুরস্ক বিমান হামলা চালালে ২ জন আমেরিকান সামরিক কর্মকর্তা নিহত হয়।
অবশ্য বুলিতিকা ওয়েবসাইট জানায়, এখনও আনুষ্ঠানিকভাবে এ খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি। কিন্তু স্বাভাবিক ভাবে দেখা যায়, পেন্টাগন এ ধরনের সংবাদ কাভারেজের ক্ষেত্রে বাধা দিয়ে থাকে।
কোন কোন অসমর্থিত সূত্র বলছে, ওয়াইপিজি আফরিনে একটি তুর্কি সামরিক বিমান ভূপাতিত করেছে।
তথ্যসূত্রঃ রাশান গণমাধ্যম স্পুটনিক