আওয়ার ইসলাম: সিরিয়ার আফরিন প্রদেশে তুরস্কের সেনা অভিযানে উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে এক টেলিপোন সংলাপে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এই উদ্বেগ প্রকাশ করেন।
তুরস্কের নিরাপত্তার প্রশ্ন স্বীকার করলেও ফরাসি প্রেসিডেন্ট সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের কারণে উদ্বেগ প্রকাশ করেন। ফরাসি প্রেসিডেন্টের দপ্তর থেকে এক বিবৃতির মাধ্যমে একথা জানানো হয়েছে।
ফোনালাপে ম্যাকরন বলেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশসহ অন্যসব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করাকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি তিনি সিরিয়ার মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
এদিকে জাতিসংঘ জানিয়েছে, গত কয়েকদিনের তুর্কি অভিযানে আফরিন এলাকা থেকে পাঁচ হাজার মানুষ পালিয়ে গেছে। গত শুক্রবার থেকে সিরিয়ার আফরিন এলাকায় তুরস্কের সামরিক বাহিনী মার্কিন সমর্থিত কুর্দি গেরিলা নির্মূলের নামে অভিযান শুরু করেছে।
এইচজে