শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

ঝগড়া বিবাদ কমিয়ে সবার মধ্যে ঐক্য ও শান্তি কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: বিশ্ব ইজতেমার পথম পর্বের মুনাজাতে ঝগড়া বিবাদ কমিয়ে উম্মতের মধ্যে ঐক্য ও শান্তি কামনা করেছেন কাকরাইলের মুরব্বি ও তাবলিগের শুরার সদস্য মাওলানা যুবায়ের আহমদ।

সকাল ১০ টা ৪৫ মিনিটে মুনাজাত শুরু হয়ে শেষ হয় ১১ টা ২০ মিনিটে।

দীর্ঘ মুনাজাতে তিনি বলেন, হে আল্লাহ তুমি আমাদের নিয়ামত কেড়ে নেয়ার মতো কাজ করা থেকে আমাদের বিরত রাখুন। আমাদের কবরের আজাব থেকে মুক্তি দিয়েন। হে আল্লাহ তওবা করছি। আমাদের সব গুনাহ থেকে তওবা করছি। হে আল্লাহ আমাদের সব কাজে কল্যাণ দান করেন। সব অকল্যাণ থেকে মুক্তি দিন। আপনার নবী যে উত্তম কিছু চেয়েছেন তা আমাদের দান করুন।

আমাদের গোনাহ মাফ করে দিন। আমাদের দিনের গোনাহ, রাতের গোনাহ, গোপনের গোনাহ, প্রকাশ্যে গোনাহ সব গোনাহ থেকে আমরা মাফ চাই। আপনি সবচেয়ে বড় ক্ষমাকারী। আমাদের ক্ষমা করুন। আমরা আমাদের গোনাহের স্বীকারোক্তি দিচ্ছি, আমাদের মাফ করুন। পুরো উম্মতকে মাফ করুন। আপনার হাবিবের পুরো উম্মকে মাফ করুন।

আপনার হাবিবের ইয়াতিম উত্তমকে মাফ করে দিন। আগামী জিন্দেগী সুন্দর করে দিন। ইমানের কামাল দান করুন। ইমানি গুনাবলি দান করুন। ইমানি জিন্দেগী দান করুন। ইমানের সাথে মৃত্যু দান করুন। বেইমানী মৃত্য থেকে পানাহ চাই।

আপনার ইয়াকিন আমাদের মনে দিয়ে দেন। গায়েরের ইয়াকিন কে দিল থেকে বের করে দেন। এ দুনিয়ার ভয় ভীতি দূর করে দেন। মওতের পেরেশানি যেন না হয়। মওতের পরের জিন্দেী বরকতপূর্ণ করে দেন । আমাদের জীবন সুন্নত ভরে দেন। সুন্নতের ওপর চলা তাওফিক দেন।

আপনার নবীর আখলাক আমাদের দিন। আপনি কুরআনে বলেছেন। লিবাসে পোশাকে। আজ গাইরের তরিকা আমাদের হয়ে গেছে। তা বের করে দেন। আপনার বন্দেগী করা। আপনার বন্ধু হিসেব কবুল করুন। বন্দেগী ওয়ালী জিন্দেগী দান করুন। আপনার নাফরমানি পৃথিবী থেকে দূর করে দিন। ইলম শিখবার তাওফিক দিন।

যাদের কাছে ইলম আছে তাদের যেন সম্মান করতে পারি। জাহালত দূর করে দিন।  জাহেলিয়াতের জিন্দেগী দূর করে দিন। আমরা দুনিয়াকে বুঝছি আখেরাত বুঝিনি।

আরশের ছায়াভূক্ত করুন। হাউজে কাউসারের পানি পান করান। বিনা হিসেবে জান্নাত দিন। যাদের বিনা হিসেবে জান্নাত দেবেন তাদের দলভুক্ত করুন। পুলসিরাত অনেক কঠিন। পুলসিরাত বিজলির মতো। পুলসিরাত আমাদের জন্য সহ করে দিন।

আমার স্মরণে আপনার জিকির চালু করে দিন। জিকিরের দারা আমাদের জবান তাজা করে দিন। এমন মৃত্যু আসে যেন আপনার জিকির  সঙ্গে থাকে। উত্তম আখলাক হাছিল করার তওফি দিন। বদ খাসলত দূর করে দিন। চরিত্রহীনতা দূর করে দিন। আপনার পছন্দনীয় চরিত্র বানানোর তওফিক দিন।

আমাদের জান মালের হেফাজত করুন। ইমান আমাল হেফাজত করুন। মমতা বৃদ্ধি করে দিন। ঝগড়া খতম করে দিন। মহব্বত পয়দা করে দিন। সব মুসলমানকে এক শরীর বানিয়ে দিন। দিলের ভেতের মহব্বত তৈরি করে দিন। বিবাদ খতম করে দিন। নিরাপত্তার জীবন দান করুন। জান্নাতের জীবন দান করুন।

আপনাকে রাজি খুশি করা জীবনের মূল উদ্দশ্য। আমাদের ওপর রাজি হয়ে যান। দীনের কাজে দুনিয়াকে উদ্দেশ্য বানানো থেকে দূরে রাখুন। লোক দেখানো জজবাকে খতম করে দিন। আামাদেরকে আপনার বানিয়ে নিন। আপনার দীনের জন্য মেহনত করার তাওফিক দিন।

আপনার হাবিবের আমানত- পুরো উম্মতকে এ কাজে মিলিয়ে দিন। এ কাজকে আপনি হেফাজত করুন। নবীর সুন্নতকে জিন্দা করে দিন। সব বাধা বিপত্তি দূর করে বাতিলের কালামকে নিচু করে দিন। হকের কালমাকে উচু করে দিন। বাতিলের আওয়াজ কে বন্দ করে দিন। বাতিলকে ধ্বংস করে দিন।

হকের সব রাস্তা আপনি খুলে দিন। কদম কদমে নুসরত। ফজল ও করমের মুয়ামেলা ফরমান। যারা আমাদের কাছে দুয়া চেয়েছে তাদের হাজত পূরণ করে দিন। করজ, বিয়ে, সন্তানের চাহিদা পূরণ করে দিন।

ইজতেমাকে আপনি কবুল করুন। এ ইজতেমাকে পুরো দুনিাযার জন্য হেদায়েত বানিয়ে দিন। এর জন্য যারা মেহনাত করেছে তাদের উত্তম বদলা দিন। আমাদের সবাইকে কবুল করুন। আমাদের পরিবারকে, আত্মীয়কে এ দাওয়াতের জন্য কবুল করুন।

আমরা তো দুর্বল, আমাদের আগের যারা অনেক কাজ করেছে এ দাওয়াতের জন্য, তাদের মধ্যে যার হাত পছন্দ তার উসিলায় আমাদের কবুল করুন। আমাদের ফিরিয়ে দিয়েন না।

মুনাজাতের ভিডিও

https://www.facebook.com/ntvdigital/videos/2107894329485635/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ