সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


ছেলেকে কুরআনের হাফেজ বানাতে চান ক্রিকেটার তাইজুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সদ্য পুত্রসন্তানের বাবা হয়েছেন ক্রিকেটার তাইজুল ইসলাম। প্রথম সন্তানের বাবা হওয়ার আনন্দের আত্মহারা জাতীয় দলের এই তারকা ক্রিকেটার।

বাবা হিসেবে দায়িত্ব আরও বেড়ে গেলে জাতীয় দলের এই টেস্ট স্পেশালিস্ট বোলারের। এক  সাক্ষাৎকারে নাটোরের এ ক্রিকেটার বলেন, ছেলেকে ক্রিকেটার হিসেবে গড়ে তোলার আগে কুরআনের হাফেজ বানাতে চাই।

প্রশ্ন : আপনাকে অভিনন্দন, সন্তানের বাবা হলেন।

তাইজুল : (হাসি) ধন্যবাদ ভাই।

প্রশ্ন : আপনার অনুভূতি?

তাইজুল : (হাসি) অনুভূতি তো আসলে ওইভাবে বলা যায় না। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমার পরিবারের সবাই খুশি।

প্রশ্ন : মা-ছেলে দুইজন ভালো আছে?

তাইজুল : হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছে।

প্রশ্ন : এ জন্যই কি বিসিএলে খেলা হয়নি?

তাইজুল : হ্যাঁ, আগামী মাসে যাব। পরিবারকে এখন কিছু দিন সময় দিতে হবে।

প্রশ্ন : দায়িত্ব আরো বেড়ে গেল?

তাইজুল : হ্যাঁ বলতে পারেন। আগের চেয়ে দায়িত্ব আরও বেড়ে গেল। তার চেয়েও বড় বিষয় হলো বাবা হিসেবে আমার কর্তব্য আমাকে পালন করতে হবে। আগের চেয়ে একটু বেশি সিরিয়াস হতে হবে।

প্রশ্ন : সন্তানকে নিয়ে প্রত্যেক বাবারই স্বপ্ন থাকে। ক্রিকেটার হিসেবে ছেলেকে নিয়ে আপনার স্বপ্ন কি?

তাইজুল : এখন ওইভাবে চিন্তা করিনি। ক্রিকেটার পরের ব্যাপার। আমি চাইছি যে হয়তোবা হাফেজ যদি করা যায়, আল্লাহ যদি রহম করেন। কুরআনের হাফেজ করার ইচ্ছা আছে আরকি। এটা আমার ইচ্ছা আরকি।

আমার ছেলের জন্য দোয়া করবেন। সবার কাছে দোয়া চাই। আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হতে পারে।

সূত্র: যুগান্তর

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ