বিমানবন্দর থেকে মঈনুদ্দীন তাউহিদ: এবারের ইজতেমায় দিল্লির নিজামুদ্দিনের মুরব্বি মাওলানা সাদকে বাংলাদেশে আসা ঠেকাতে বিমানবন্দরের গোল চত্ত্বরে চলছে অবস্থান কর্মসূচি।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়েছেন মারকাজুশ শাইখ ইসলামিয়া রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ, মুফতী কেফায়াতুল্লাহ আজহারী, মাওলানা আনিসুর রহমান, মুফতী মাসউদুল করীমসহ প্রবীন ওলামায়ে কেরাম।
অবস্থান কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে মুফতি কেফায়াতুল্লাহ আজহারী বলেন, ভারতের দারুল উলুম দেওবন্দ, বাংলাদেশের ওলামায়ে কেরাম ও তাবলিগের অনেক মুরব্বি ও সাথীদের মতামতের বিরোধিতা করে বাংলাদেশে আসছেন। এটা কখনোই উচিত নয়।
তিনি বলেন, ওলামায়ে কেরামের দাবি এবং সরকারের ওয়াদা বাস্তবায়ন না করা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, জামিয়া মাদানিয়া বারিধারার প্রিন্সিপাল আল্লামা নূর হোসাইন কাসেমী তার প্রতিনিধির মাধ্যমে খবর পাঠিয়েছেন যে, সাদ সাহেব নিজামুদ্দিন থেকে বাংলাদেশের দিকে রওনা দিয়েছেন। এ খবর শোনার পরে অবস্থান স্থলের অবস্থা আরো উত্তপ্ত হয়েছে। সরকার অনতিবিলম্বে তার আগমন না ঠেকালে এর পরিবর্তে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায় সরকারকেই নিতে হবে।
আরও পড়ুন
মাওলানা সাদকে ফেরাতে বিমানবন্দরে ব্যাপক বিক্ষোভ
মাওলানা সাদ এলে বরদাশত করা হবে না: মাওলানা আবদুল কুদ্দুস
‘তাবলিগ চলে কুরআন সুন্নাহ মুতাবেক, কিন্তু মাওলানা সাদ বিতর্কিত বক্তব্য দিচ্ছেন’
‘বিতর্কিত বক্তব্য প্রত্যাহারের আগে মাওলানা সাদ আসতে পারবেন না’