আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক
মিসরের রাজধানী কায়রোর এক গির্জায় ভয়াবহ বন্দুক হামলার খবর পাওয়া গেছে। হামলাম দুই জন পুলিশ সদস্যসহ কমপক্ষে ৫ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে বহু মানুষ।
আজ শুক্রবার কায়রোর শহরের শেষ প্রান্তে অবস্থিত মিসরীয় কপটিক খ্রিস্টানদের একটি গির্জা প্রাঙ্গণে গুলিবর্ষণ করলে এ হতাহতের ঘটনা ঘটে।
মিসরীয় সংবাদ মাধ্যমের বিবরণ অনুযায়ী পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধের সময় এক সন্ত্রাসী নিহত হয়েছে।
বন্দুকধারী গির্জা প্রাঙ্গণে হঠাৎ গুলিবর্ষণ শুরু করে নিরাপত্তার রক্ষীরা কিছু বুঝে ওঠার আগেই।
কায়রোর স্যোসাল মিডিয়া প্রকাশিত এক ভিডিওতে নিহত বন্দুকধারীকে পরে থাকতে দেখা যাচ্ছে।
কায়রোর নিরাপত্তারক্ষীরা গির্জা এলাকায় সব ধরনের চলাচল নিষিদ্ধ করেছে।
উল্লেখ্য, মিসরের জনগণের ১০ ভাগ খ্রিস্টান ধর্মের অনুসারী।