আওয়ার ইসলাম
ডেস্ক
আফগানিস্তানের রাজধানী কাবুলে বার্তা সংস্থা আফগান ভয়েসের দপ্তরে বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আফগান ভয়েসের দপ্তরে গবেষকদের সঙ্গে শিক্ষার্থীদের একটি আলোচনা অনুষ্ঠানে অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। হামলায় তাদের অনেকে হতাহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে সোশাল মিডিয়ায় আসা ছবি দেখে মনে হচ্ছে, ওই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহত অনেককে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে এসব ছবিতে।
আফগান ভয়েসের দপ্তরে গবেষকদের সঙ্গে শিক্ষার্থীদের একটি আলোচনা অনুষ্ঠানে অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। হামলায় তাদের অনেকে হতাহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানের বার বার জঙ্গি হামলার শিকার হচ্ছে সংবাদমাধ্যমে। গত মাসে কাবুলে একটি টেলিভিশন স্টেশনেও হামলা হয়েছিল। আরএম/