আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক
মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি বলেছেন, তার দেশ পূর্ব জেরুসালেমে দূতাবাস খুলবে।
আঞ্চলিক মিডিয়ায় দেয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী মাসে মন্ত্রী সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক নিজে এ আলোচনা প্রস্তাব করেছেন।
এর আগে তুরস্ক পূর্ব জেরুসালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা করে সেখানে দূতাবাস খোলার ঘোসণা দেয়। গত সপ্তাহে তুরস্ক এ ঘোষণা দেয়।
যারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন পূর্ব জেরুসালেমে দূতাবাস খুললে তা ফিলিস্তিন রাষ্ট্রকে আরও কার্যকর করে তুলবে।
সূত্র : জেরুসালেম ডেইজ