আওয়ার ইসলাম: আগামীকাল মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কাওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বোফাকের) শুরার জরুরি পরামর্শ সভা।
রাজধানী যাত্রাবাড়ীর কাজলায় অবস্থিত বেফাকের নিজস্ব কার্যালয়ে বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে সুরার ১৫১জন সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে গতকাল আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস।
তিনি আওয়ার ইসলামকে জানান বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বিশেষ করে বেফাকের অন্তর্ভুক্ত মাদরাসার সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে পরিচালনা কমিটির পরিধি বৃদ্ধি করার বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা হবে।
এছাড়াও একাধিক খাস কমিটির বিভিন্ন সিদ্ধান্তের অনুমোদন এবং আমেলার বিভিন্ন বিষয়ের সিদ্ধান্তের অনুমোদন হতে পারে।
মাওলানা আব্দুল কুদ্দুস আরো জানান, বেফাকের বর্তমান কমিটির মেয়াদও শেষ হয়ে গেছে চলমান কমিটি মেয়াদ বৃদ্ধিসহ কাউন্সিলের বিষয়েও আলোচনা হতে পারে।
তিনি সকাল ৯টায় নির্ধারিত সময়ে শুরার সম্মানিত সদস্যবৃন্দকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
এসএস/