মুজাহিদুল ইসলাম
বিশেষ প্রতিবেদক
মদিনায় নিযুক্ত সাবেক তুর্কি সেনাপতি ফখরুদ্দিন পাশাকে নিয়ে তুরস্ক-আরব আমিরাতের তর্ক দীর্ঘই হচ্ছে। আর এরই ধারাবাহিকতায় অভিনব প্রতিবাদ জানালো তুরস্ক।
আনকারায় আরব আমিরাতের দূতাবাসটি যে রোডে অবস্থিত তা ফখরুদ্দিন পাশার নামে নামকরণ করা হয়।আনকারা সিটি কর্পোরেশনের প্রধান মুস্তফা তবা এক নির্দেশনায় নাম পরিবর্তন করেন।
পূর্বে এটা ৬১৩ নং রোড নামে পরিচিত ছিল।
নামকরণের সময় প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের বিরুদ্ধে উসমানী খেলাফতের পক্ষ হয়ে মদিনা রক্ষার দায়িত্বে থাকা তুর্কি সেনাপতি ফখরুদ্দিন পাশার রূহের মাগফিরাত কামনা হয়।
উল্লেখ্য, আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ফখরুদ্দিন পাশার ব্যাপারে কটুক্তি করে টুইট করেন। তিনি অভিযোগ করেন ফখরুদ্দিন পাশা স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে অপরাধে লিপ্ত ছিলেন।
এই টুইটবার্তা তুরস্কে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। এমনকি তুর্কি প্রেসিডেন্ট রজব তৈয়্যেব এরদোগান পর্যন্ত এই টুইটের প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন, আমাদের পিতৃপুরুষ ফখরুদ্দিন পাশা যখন মদীনা রক্ষায় নিয়োজিত ছিল তখন তোমার পিতৃপুরুষ কোথায় ছিল?
ফখরুদ্দিন পাশা ইংল্যান্ডের কাছে প্রথম বিশ্বযুদ্ধের সময় ‘তুর্কি মরুসিংহ ’ নামে পরিচিত ছিল। স্থানীয় বাসিন্দাদের সাথে কাধে কাধ মিলিয়ে মদিনা রক্ষায় তিনি নিয়োজিত ছিলেন দীর্ঘ ২ বছর ৯ মাস।
ইস্তাম্বুল থেকে অনবরত নির্দেশনা এবং ব্রিটেনের পক্ষ থেকে মদীনা হস্তান্তরের চাপ সত্ত্বেও তিনি অব্যাহতভাবে লড়াই করে যান।
এক পর্যায়ে তিনি যুদ্ধবন্দী হিসেবে আটক হন এবং তিন বছর মাল্টাদ্বীপে কারারুদ্ধ থাকেন। পরবর্তীতে আনকারা সরকারের ঐকান্তিক চেষ্টায় ১৯২১ সালে তিনি মুক্তি পরে তাকে আফগানিস্তানে তুরস্কের রাস্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়।