হাওলাদার জহিরুল ইসলাম: পবিত্র কাবা শরিফের ইামাম শায়খ ড. খালিদ আল গামিদি বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিশ্ববাসীর কাছে শান্তির বার্তা পৌঁছে দেয়া আমাদের নৈতিক দায়িত্ব।
পবিত্র মক্কায় দাওয়া সেন্টারের বার্ষিক সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দাওয়া সেন্টারের মাধ্যমে ৮১৪ জন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছেন। এর দ্বারা এটা সহজেই অনুধাবন করা যায়, দাওয়া সেন্টারের যিম্মাদারগণ ইখলাস ও ঈমানের সঙ্গে কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, হজরত সাহাবায়ে কেরাম রা. অত্যন্ত পরিশ্রম, ভালোবাসা আর নিষ্ঠার সঙ্গে মানুষের কাছে দীন পৌঁছে দিয়েছেন। আমাদের দায়িত্ব হবে ইসলামের বাস্তব ও উজ্জ্বল চিত্র মানুষের কাছে পৌঁছে দেয়া।
পৃথিবীবাসীর কাছে এটা স্পষ্ট করে বলতে হবে, ইসলাম শান্তি নিরপত্তা, মধ্যপন্থা, ভ্রাতৃত্ব ও সাম্যের ধর্ম। উগ্রবাদ বা সন্ত্রাসবাদের ইসলামে কোন স্থান নেই।
অনুষ্ঠান শেষে শায়খ আল গামিদি দাওয়া সেন্টারের শিক্ষার্থীদের মাঝে সম্মানসূচক সনদ বিতরণ করেন।
সূত্র: ডেইলি পাকিস্তান।