আওয়ার ইসলাম: পূর্ব জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দিয়ে ট্রাম্প সেখানে দূতাবাস নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে সারা বিশ্বে চলছে উত্তেজনা।
এ উত্তেজনার মধ্যেই ওআইসির মাধ্যমে জেরুসালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা দিয়ে সেখানে তুরস্কের দূতাবাস খোলারও ঘোষণা দিয়ে ফেললেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
আজ তিনি এক ভাষণে জানিয়েছেন, শিগগির পূর্ব জেরুসালেমে দূতাবাস খুলবে তুরস্ক। এ ঘোষণায় তিনি মূলত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মুখোমুখিই দাঁড়ালেন।
এরদোগান বলেন, ‘আল্লাহ চাইলে অল্প কিছুদিনের মধ্যে পূর্ব জেরুসালেমে আনুষ্ঠানিকভাবে দূতাবাস খুলব।’
তিনি তার বক্তব্যে জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির সমালোচনা অব্যাহত রাখেন।
এর আগে জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণার প্রতিবাদে ওআইসির সম্মেলনে পূর্ব জেরুসালেমকে ফিলিস্তিনির রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছিলেন এরদোগান।
জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার পর থেকেই তীব্র প্রতিক্রিয়া জানায় তুরস্ক। প্রেসিডেন্ট এরদোগান স্পষ্ট ঘোষণা দেন এটা মুসলিম বিশ্ব মেনে নেবে না। এ ধরনের সিদ্ধান্ত যুদ্ধ ঘোষণার শামিল।
সূত্র: রয়টার্স