আওয়ার ইসলাম: থাইল্যান্ডের বিভিন্ন শহরের বেশ কয়েকটি মন্দিরের ৯৫ জন বৌদ্ধ সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে। অনৈতিক সম্পর্কসহ বেশকিছু অপরাধে তাদের গ্রেফতার করা হয়।
বার্তা সংস্থা ইকনা’র এক খবরে বলা হয়, থাইল্যান্ডের পুলিশ ঘোষণা করেছে, বিভিন্ন শহরে পৃথক পৃথক অপারেশনে ৯৫ জন বৌদ্ধ মং'কে (সন্ন্যাসী) গ্রেফতার করা হয়েছে। এসব সন্ন্যাসীর বিরুদ্ধে রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপ, চাঁদাবাজি, অনৈতিক সম্পর্ক এবং অন্যান্য অপরাধ আনা হয়েছে।
এর আগে থাই সরকার সেদেশের বৌদ্ধ সংগঠনকে সন্ন্যাসী নির্বাচনের ক্ষেত্রে অধিক সাবধান হওয়ার করা বলেছিল। যাতে করে নতুন সদস্যরা থাই সমাজের জন্য বিপদের কারণ না হয়। কিন্তু তরা এই বিষয়টি এত গুরুত্বের সাথে নেয়নি।
বিশ্বের পৌনে ৩ লাখ ছবির মধ্যে পুরস্কার পেল বায়তুল মোকাররমের দুই ছবি