মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

শান্তিনগরে শেষ হলো হেফাজতের মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচি: স্মারকলিপি পেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুনায়েদ শোয়েব
শান্তিনগর থেকে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক পবিত্র জেরুসালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে আজ রাজধানী ঢাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশ  পূর্ব  ঘোষণা অনুযায়ী মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করেছে।

মূল কর্মসূচি ১১ টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই বিপুল পরিমাণ সাধারণ মুসলামান, আলেম উলামা ও ছাত্র জনতা বাইতুল মোকাররমের উত্তর গেইটে জড়ো হতে থাকে।

দুপুর পৌনে ১২টার দিকে বিপুল সংখক নেতাকর্মী নিয়ে হেফাজতে ইসলামের মিছিলটি বায়তুল মোকাররম চত্বর থেকে পল্টন হয়ে বিজয় নগর মোড় ও কাকরাইল মোড় পার হয়ে মার্কিন দুতাবাস অভিমুখে যাওয়ার চেস্টা করলে শান্তিনগরে পুলিশ আটকে দেয়।

এ সময় সড়কের দুপাশে কাটাতারের ব্যারিকেড দিয়ে বিপুল সংখক পুলিশ মোতায়েন করা হয়। মালিবাগ থেকে শান্তিনগর পর্যন্ত জলকামান ও সাঁজোয়া যানের বহরও লক্ষ্য করা যায়।

মিছিলের কর্মীরা পুলিশ ব্যারিকেড ভাঙ্গার চেস্টা করলে হেফাজত নেতারা নিবৃত্ত করেন।

সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে হেফাজতে ইসলাম মহানগর সভাপতি আল্লামা নুর হোসাইন কাসেমী বলেন, ‘আমরা জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার প্রতিবাদে নিয়মতান্ত্রিক প্রতিবাদ চালিয়ে যাবো। আমরা চাই মার্কিন সরকার জেরুসালেমকে ফিলিস্তিনিদের রাজধানী ঘোষণা করুক’।

‘যতোদিন পর্যন্ত জেরুসালেমকে ফিলিস্তিনিদের রাজধানী ঘোষণা না করা হবে ততোদিন হেফাজতে ইসলাম আল্লামা আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে আন্দোলন চালিয়ে যাবে’

এদিকে মিছিলে বাধা দেয়ায় বেলা ১টার দিকে আল্লামা নুর হোসাইন কাসেমীর নেতৃত্বে হেফাজতে ইসলামের একটি প্রতিনিধি দল ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আমেরিকান দূতাবাসে স্মারকলিপি প্রদান করতে রওনা দেন।

এর আগে বায়তুল মোকাররম চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্ধ বক্তব্য প্রদান করেন।

সমাবেশ থেকে সকল নেতারা জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা বাতিল না করলে আমেরিকার সাথে সকল কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান বাংলাদেশ সরকারের প্রতি।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সহ সভাপতি জুনাইদ আল হাবিব, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মাহফুজুল হক ও মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী প্রমুখ।

সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী সমাবেশে উপস্থিত হতে না পারায় তার প্রতিনিধি প্রেরণ করেন।

এইচজে

সুখবর: দেশের প্রথম উভচর যান তৈরি হচ্ছে আলেম বিজ্ঞানীর হাতে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ