মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

জেরুসালেম স্বীকৃতি ঘোষণার সময় ট্রাম্পের অসুস্থ হওয়ার গুঞ্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহনূর শাহীন: গত বুধবার আন্তর্জাতিক জনমত উপেক্ষা করে জেরুসালেমকে ইহুদিবাদি ইসরাইলের রাজধানী ঘোষণা দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প।

ট্রাম্প যখন জেরুসালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দিয়ে টেলিভিশনের সামনে ঘোষণা দিচ্ছিলেন তখন তার উচ্চারিত শব্দগুলো অস্পষ্ট হয়ে আসছিলো। ট্রাম্পের মুখে স্পষ্টতই জড়তা ফুটে উঠছিলো।

সম্প্রতি এ নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে তাহলে কি জেরুসালেম ঘোষণার সময় ট্রাম্প অসুস্থ হয়ে পড়েছিলেন?। পশ্চিমা মিডিয়ায় এ নিয়ে বিস্তর লেখালেখিও হচ্ছে।

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আলোচনা-সমালোচনার জেরে হোয়াইট হাউস পর্যন্তু গড়িয়েছে। সমালোচনার জের ধরে তাই হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, তিনি মেডিকেল চেকআপ করাবেন। এবং সেটা আগামী বছরই। এরপর রিপোর্টে কি আসে তা জনসমুক্ষে প্রকাশ করা হবে বলেও জানিয়েছে হোয়াইট হাউস কর্তৃপক্ষ। খবর লন্ডনের ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’

খবরে বলা হয়, ট্রাম্প যখন স্বীকৃতি ঘোষণা দেন তখন তার ঠোঁট ছিল খুবই শুষ্ক। তার উচ্চারিত শব্দগুলো আটকে যাচ্ছিল।

এ নিয়ে স্বাস্থ্য কর্মীরা তার স্বাস্থ্য নিয়ে সংশয় প্রকাশ করেন। তারা মনে করেন ট্রাম্পের দাঁতে অথবা শারীরিক অন্য কোনো সমস্যা আছে।

এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ হাকাবি স্যান্ডার্স জানান, ট্রাম্পের ঠোঁট শুধুই শুকিয়ে গিয়েছিলো। এতেই সমস্যা হয়েছে, এর চেয়ে বেশি কিছু না। তিনি সুস্থ আছেন।

সারাহ স্যান্ডার্স বলেন, আগামী বছরের শুরুর দিকেই তার শারীরিক পরীক্ষার নির্ধারিত সময় রয়েছে। তাতে যা যা তথ্য পাওয়া যাবে তার সবটাই জনগণকে জানানো হবে।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ