মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

মৃত্যুর আগে লেখা সালেহ’র চিরকুট ভাইরাল, সন্তান ও জনগণের প্রতি গুরুত্বপূর্ণ নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ মাঈন উদ্দিন
ইন্টারন্যাশনাল ডেস্ক

ইয়েমেনে বিদ্রোহীদের হাতে হত্যাকাণ্ডের শিকার দেশটির সাবেক প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ’র একটি চিরকুট ভাইরাল হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। যা সানায় গত সপ্তাহে তিনি হুথিদের দ্বারা নিহত হওয়ার একদির আগে ‍লিখেছিলেন বলে দাবি করা হচ্ছে।

চিরকুটটি ইয়েমেনি জনগণ ব্যাপকভাবে প্রচার করছে। যার নিচে আলি আবদুল্লাহ সালেহ’র স্বাক্ষর রয়েছে।

যদিও চিরকুটটির সত্যতার ‍বিষয়টি নিরপেক্ষভাবে বিচার করা কঠিন, তবে সালেহর রাজনৈতিক দল জেনারেল পলিটিক্যাল কংগ্রেসের একজন উচ্চ পদস্থ কর্মকর্তার ভাই তারিক আল আওয়াদি নিশ্চিত করেন, তিনি সালেহ’র একজন আত্মিয়ের কাছে চিরকুটটি পেয়েছেন। কিন্তু তিনি সালেহ’র সেই আত্মিয়র নাম বলেননি।

আবার এটা ইয়েমেনের সাংবাদিক সাম আল-ঘাবারিও টুইটারে শেয়ার করেছেন। সাম আল-ঘাবারি প্রয়াত প্রেসিডেন্ট সালেহ’র ঘণিষ্ঠজন ছিলেন।

চিরকুটটির তারিখ দেওয়া আছে ৩ ডিসেম্বর। প্রেসিডেন্টের মৃত্যুর ঠিক আগের ‍দিন। এতে ইয়েমেনি জনগণকে আহ্বান করা হয় হুথিদের বিরুদ্ধে লড়াই করতে।

চিঠিতে তিনি লিখেছেন, ‘যদি আপনারা এই চিরকুটটি পেয়ে থাকেন, জেনে রাখুন আমাদের মাতুভূমি মূল্যবান।’

‘আমার আকাঙ্ক্ষা আমার সন্তান এবং আমার জনগণ যেনো এই দুষ্কৃতিকারীদের (হুথি) দ্বারা বেষ্টিত না থাকে, আর গণপ্রজাতন্ত্রী ইয়েমেন যেনো তাদের হতে তুলে দেওয়া না হয়। আমার আকাঙ্ক্ষা আপনারা তাদের দুঃস্বপ্ন হয়ে তাদের ঘুম কেড়ে নেবেন।

‘এই মূহূর্তে ‍নিজেকে আমি অনেক বিশ্বাস-ঘাতকদের বেষ্টনিতে দেখতে পাচ্ছি যারা স্বল্পমূল্যে ইয়েমেনকে বিক্রি করে দেয়। আপনাদের সাধুবাদ জানাই, ইয়েমেনের জনগণ, আমরা যেনো সর্বোচ্চ স্তরের বেহেশতে মিলিত হতে পারি।’

সূত্র: সৌদি গেজেট


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ