মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

জেরুজালেমের পরিবর্তে আবু দিসকে ফিলিস্তিনের রাজধানীর প্রস্তাব সৌদির!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেম নয় বরং আবু দিস শহরকে বেছে নেয়ার প্রস্তাব দিয়েছিল সৌদি আরব। দেশটি বলছে, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি স্থাপনের জন্য এই প্রস্তাব দিয়েছে তারা।

গেলো নভেম্বরে রিয়াদ সফরকালে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে এই প্রস্তাব দেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। এ প্রস্তাব মেনে নেয়ার জন্য ফিলিস্তিনকে দুই মাসের সময়ও বেঁধে দেয় সৌদি সরকার।

সৌদির ওই প্রস্তাব অনুযায়ী, পশ্চিম তীর ও গাজার মধ্যে একটি আংশিক রাষ্ট্র পাবে ফিলিস্তিন। যেখানে তাদের আংশিক সার্বভৌমত্ব থাকবে। একইসঙ্গে পশ্চিম তীরে ইহুদীরা সংখ্যাগরিষ্ঠ হিসেবে থাকবে।

একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সৌদি আরবের এই পরিকল্পনা কোনো ফিলিস্তিনি নেতার পক্ষে মেনে নেয়া সম্ভব না।
তবে সৌদি আরব, ফিলিস্তিনি সরকার এবং হোয়াইট হাউসের পক্ষ থেকে এ ধরনের প্রস্তাবের বিষয়টি অস্বীকার করা হয়েছে।

এরই মধ্যে এই প্রস্তাবের ঘটনায় ক্ষুব্ধ প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনিরা। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে #জেরুজালেমইজদ্যক্যাপিটালঅবপ্যালেস্টাইন হ্যাশট্যাগটি ব্যবহার করছেন।

উল্লেখ্য, গেলো ৬ ডিসেম্বর প্রেসিডেন্ট ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিলে সারা বিশ্বে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে।

বিক্ষোভ ছড়িয়ে পড়ে মুসলিম দেশগুলোতেও।

খবর মিডলইস্ট মনিটর ও নিউইয়র্ক টাইমসের।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ