মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

জেরুসালেম ছাড়া ফিলিস্তিন হতে পারে না: কারজাভি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
ডেস্ক

মিশরীয় ইসলামিক চিন্তাবিদ ইউসূফ আল-কারজাভি জেরুসালেম ইস্যুতে বলেছেন, জেরুসালেমকে ছাড়া কোনো ফিলিস্তিন হতে পারে না। মুসলিমরা কোথায় আছো?  সেইসব মুসলিম উম্মাহ কোথায়, যারা জেরুসালেমকে নিজের দাবি করো?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প কর্তৃক  জেরুসালেমকে ইসরাইলের  রাজধানী ঘোষণা করায়  এই ইসলামিক স্কলার এক টুইট বার্তায় বিশ্ব  মুসলিম ইম্মাহ  উদ্দেশ্যে এ কথা বলেন। এছাড়াও তিনি বিভিন্ন সময় লেকচারে  জেরুসালেমকে ইসরাইলের নগ্ন হস্তক্ষেপ ও মার্কিন ষড়যন্ত্র থেকে রক্ষা করার আহবান জানান।

তিনি অারেক টুইট বার্তায় বলেন,  ট্রাম্পের এই হটকারী সিদ্ধান্তের পর মুসলিম বিশ্ব চুপ করে থাকতে পাারে না। বিশ্ব মুসলিম কেন আওয়াজ তুলছে না ? কেন বলছে না আমরা এই সিদ্ধান্ত মানি না।

তিনি মুসলিম বিশ্বের প্রতি আহবান জানিয়ে বলেন, জেরুসালেম শুুধু ফিলিল্তিনের নয়, গোটা মুসলিম বিশ্বের। আমাদেরকে এই সিদ্ধান্ত রুখে দিতে হবে।

এর আগে আল কারজাভি ‘জেরুসালেম বিশ্ব মুসলিম সমস্যা’ নামে একটি গ্রন্থও রচনা করে মুসলিম বিশ্বের নজর কেড়েছেন। এছাড়াও, ফিলিস্তিনে চলমান সংকট নিরসনের জন্য তার লিখিত  জেরুসালেম খ্যাত বইয়ে ‘সাত দফা’ কর্মসূচি দিয়েছেন।

এছাড়াও ড. কারজাভি বিভিন্ন সময় ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছেন এবং বিশ্ব জনমত তৈরির জন্য নানান পদক্ষেপ গ্রহণ করেছেন।

প্রসঙ্গত,  হোয়াইট হাউসে এক ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প জেরুসালেম শহরকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। ট্রাম্পের এই হটকারী সিদ্ধান্ত কয়েক দশকের আমেরিকান নীতিকে বদলে দিয়েছে।

প্রেসিডেন্ট আরও ঘোষণা করেছেন, আমেরিকান দূতাবাস তেল আবিব থেকে জেরুসালেমে সরিয়ে নিয়ে যাওয়া হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এই সিদ্ধান্তের মানে এই নয় যে আমেরিকা মধ্য প্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার থেকে সরে আসছে।

তিনি বলেছেন দীর্ঘ দিনের ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের অবসান ঘটাতে আমেরিকা দুই রাষ্ট্র সমাধানকে সমর্থন জানাতে প্রস্তুত যদি উভয় পক্ষ সেটাই চায়।

জেরুজালেম ইসরায়েলের রাজধানী হিসাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকৃতি দেয়ার পর বিশ্বব্যাপী তীব্র সমালোচনা ও প্রতিবাদ শুরু হয়েছে।

দ্বীনি কাজে পরস্পরকে শ্রদ্ধা ও মহব্বত


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ