আওয়ার ইসলাম
ডেস্ক
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের হামলায় দেশটির সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ নিহত হয়েছেন। হুথিদের নিয়ন্ত্রণে থাকা একটি রেডিও ঘোষণার বরাতে কাতারের আল জাজিরা ও ইরানি সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সালেহর বেঁচে থাকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।
সোমবার সকালের দিকে ইরান সমর্থিত গণমাধ্যমের খবরে বলা হয়, বিস্ফোরণে সালেহ নিহত হয়েছেন। তবে তার রাজনৈতিক দল জেনারেল পিপলম কংগ্রেস এ খবর প্রত্যাখ্যান করেছে।
সালেহর ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, বোমা হামলায় প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর প্রধান হুসেইন আল-হামিদির প্রাণহানি ঘটেছে। তবে তার প্রাণহানির ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি। সোমবার হুথি নিয়ন্ত্রিত একটি রেডিও স্টেশন বলছে, বাসভবনে বোমা হামলায় সালেহ নিহত হয়েছেন।
তবে সাবেক প্রেসিডেন্টের রাজনৈতিক দল জেনারেল পিপলস কংগ্রেসের (জেপিসি) পক্ষ থেকে এ দাবি নাকচ করা হয়েছে।
দলটির একজন মুখপাত্র আল জাজিরাকে বলেন, সালেহের মৃত্যুর খবর সত্য নয়। এটি ইরানি ও হুথিদের বানোয়াট কথা।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি ও বেসরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়, হুথিরা যখন হামলা চালায় তখন সালেহ বাড়িতেই ছিলেন। হামলায় তিনি নিহত হয়েছেন।
২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি হুথি বিদ্রোহীদের হামলার মুখে দেশত্যাগে বাধ্য হন। পালিয়ে থাকায় ইয়েমেনের নির্বাসিত এই প্রেসিডেন্টকে ফের ক্ষমতায় বসানোর লক্ষ্যে একই বছরের ২৫ মার্চ থেকে হুথি বিদ্রোহীদের ওপর হামলা শুরু করে সৌদি জোট।
জোটের হামলায় এখন পর্যন্ত অন্তত ১২ হাজার ইয়েমেনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে হাজার হাজার নারী ও শিশু রয়েছে। গৃহহীন হয়ে পড়েছে দেশটির লাখ লাখ মানুষ।
আরএম