মজাহিদুল ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের সীমান্তবর্তী নুওয়াশকি জেলায় চার কাতারি যুবরাজসহ স্থানীয় তিন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে।
স্থানীয় গনমাধ্যমের খবর অনুযায়ী, গত শনিবার অবৈধভাবে প্রাণী শিকার করার অভিযোগে পাকিস্তানী পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে।
সংবাদমাধ্যম এআরওয়াই-এর সূত্রে জানায় যে, শিকারের প্রস্ততিকালীন সমযে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় প্রতিরোধের চেষ্টা করায় একজন গুলিবিদ্ধ হয়েছে, যদিও তার জাতীয়তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রসঙ্গত, কাতারি যুবরাজ ও কর্মকর্তারা এবারই প্রথম পাকিস্তানে গ্রেপ্তার হয়েছেন এমন নয়,বরং গত ফেব্রুয়ারিতেও কাতারের আমির তামিম বিন হামাদের সহযোগীসহ কয়েকজন যুবরায গ্রেপ্তার হন।
প্রতি বছর শীত আসার সাথে সাথে সউদি, আরব আমিরাত ও কাতারের রাজ পরিবারের সদস্যরা পাকিস্তানে বিলুপ্তপ্রায় হুবারা পাখি শিকার করতে এসে থাকে।
সূত্র: স্পুটনিক/.আরএম