হাওলাদার জহিরুল ইসলাম
ইজতেমা ময়দান থেকে
আজ রাজধানীর যাত্রাবাড়ী মাদরাসায় চলমান মজলিসে দাওয়াতুল হকের মারকাযি ইজতেমায় ভারতের দারুল উলুম দেওবন্দের শায়খে সানী আল্লামা কমরুদ্দীন আহমদ গৌরখপুরী তার নসীহতে বলেছেন, উলামায়ে কেরামের মাধ্যমেই দীন টিকে থাকবে৷ আল্লাহ পাক নিজেই দীনের হেফাজতকারী৷ কিন্তু দীনের খাদেম হলো উলামায়ে কেরাম৷
তিনি বলেন, আমি দাওয়াতুল হকের এই মারকাযি ইজতেমায় আসতে পেরে খুবই আনন্দিত৷ কেননা, মজলিসে দাওয়াতুল হক আমার প্রিয় শায়েখ ও মুর্শিদ হজরত শাহ আবরারুরল হক রহ. এর রেখে যাওয়া আমানত৷
আল্লামা কমরুদ্দীন বলেন, ইসলামে আমলের পূর্বে ইলম শেখা ফরজ৷ দীনের আবশ্যকীয় বিষয় জানা ফরজে আইন৷ আর আলেম মুফতি হওয়া ফরজে কেফায়া৷ উম্মতে মুসলিমার মাঝে এমন একটি বিশেষ জামাত হবে যারা উদ্ভূত নতুন নতুন সমস্যার সমাধান দিবে৷
অমুসলিমদের মধ্যেও ইলমের চর্চা হয়৷ জানা এক জিনিস আক মানা অন্য জিনিস৷ শুধু জানার নাম ইসলাম নয়৷ অজানা বিষয় আলেমদের থেকে জানত হবে৷ কুরআন এননটিই নির্দেশ দিয়েছে৷
উলামাদের মাধ্যমে ইসলাম টিকে থাকবে৷ আল্লাহ যার ভালো চান তার দ্বারা দীনের খেদমত নেন৷ তাকে দীনের গভীর জ্ঞান দান করেন৷ দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হজরত মাওলানা কাসেম নানুতবী রহ.আল্লাহর পক্ষ থেকে গভীর জ্ঞানের অধিকারী ছিলেন৷ যে ব্যক্তি জানা ইলমের উপর আমল করে আল্লাহ তাকে অজানা ইলমও দান করেন৷ উলামায়ে কেরামের মাঝে শুধু ইলম নয় গভীর ইলম থাকা দরকার৷
আল্লামা কমর আহমদ যুব সমাজের প্রতি সম্বোধন করে বলেন, যুব সামাজের যারা সামর্থবান তাদের বিবাহে বিলম্ব করা উচিত নয়৷ যে ব্যক্তি স্ত্রীর ভরণ পোষণের সামর্থ না রাখবে সে রোজা রাখবে৷ যুব সমাজ ভালো থাকলে পুরো জাতি ভালো থাকবে৷
আমরা দীনের যে কাজই করবো তা একমাত্র আল্লাহর জন্য করবো৷ মাদরাসা, মসজিদসহ দীনের সমস্ত খেদমত আল্লাহর জন্য হবে৷ আলেমদের সম্মান করা তাও আল্লাহর জন্য হবে৷ সমস্ত আমল ইখলাসের সাথে হওয়া জরুরি৷ আল্লাহ পাক আমাদের তাওফিক দিন৷
উল্লেখ্য, শনিবার সকালে মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির মহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসানের বয়ানের মাধ্যমে শুরু হয় ২৩ তম কেন্দ্রীয় ইজতেমা। এতে শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও হারদুয়ী হজরতের খোলাফাগণ বয়ান করেন।
রাত ১০ টায় দেশ ও মানুষের কল্যাণে দোয়ার মাধ্যমে শেষ হয় দিনব্যাপী ইজতেমা।
আল্লামা আহমদ শফীর পর মোবাইল নিয়ে তরুণদের সতর্ক করলেন পোপ ফ্রান্সিসও
অধিক মুসলমান থেকে খাঁটি ঈমানওয়ালা অল্প মানুষ যথেষ্ট: মাওলানা মাহফুজুল হক