মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

দুর্বৃত্তদের হামলার শিকার মুফতি মিযানুর রহমান সাঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন রাইয়ান

ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে অকস্মাৎ দুর্বৃত্তদের আক্রমণের শিকার হয়েছেন দেশের খ্যাতিমান আলেমে দীন, ওয়ায়েজ, শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহা পরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ। এ সময় সঙ্গে থাকা দুটি দামি মোবাইল সেট ও নগদ অর্থও খোয়াতে হয়েছে তাকে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে ফেনীর কওমি মাদরাসা পরিষদ আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিল থেকে ফেরার পথে রাত ১১ টার দিকে চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের কবলে পড়েন মুফতি মিযানুর রহমান সাঈদ। তবে বড় ধরনের শারীরীক ক্ষতি থেকে আল্লাহ তাকে হেফাজত করেছেন।

দুর্বৃত্তদের আক্রমণের বিবরণ দিয়ে মুফতি মিযানুর রহমান সাঈদ মোবাইলে আওয়ার ইসলামকে বলেন, ফেনীর মাহফিল থেকে ফেরার পথে চৌদ্দগ্রামের পর মিয়াবাজারের কাছে এলে হঠাৎ করেই গাড়িতে বিকট আওয়াজ হয়। কিছুদূর গিয়ে ড্রাইভার গাড়ি থামিয়ে চেক করছিল। আমিও রাস্তায় নেমে দেখার চেষ্টা করছি। কিছুক্ষণ পর দেখা যায় আমার সিটের পাশেই একটি গুলি, যা গাড়ির দরজা ভেদ করে ভেতরে ঢুকে গেছে।

তিনি বলেন, আমরা যখন এগুলো দেখছিলাম হুট করে সাত আটজন লোক আমাদের ঘিরে ফেলে। সবার মুখে কাপড় বাঁধা।হাতে রাম দা ও পিস্তল। আমার সঙ্গে থাকা তিন জন আলেম ও ড্রাইভারকে তারা টেনে হিঁচড়ে রাস্তা থেকে নিচে নামাতে লাগল। আমি তখন গাড়িতে উঠে দরজা বন্ধ করে দেই। কিন্তু কয়েকজন এ সময় গাড়িতে বাড়ি দিতে থাকে, আমি নেমে আসি।

নামার পর একজন বলল, হুজুর খোদার কসম আপনাকে কিছু বলবো না। সাথে যা আছে দ্রুত দিয়ে দিন। আমার কাছে থাকা দুটি মোবাইল তাদের দিয়ে দেই। গাড়িতে ছিল ৩০ হাজার টাকার মতো। সেগুলোও তারা নিয়ে নেয়। সাথে ড্রাইভার ও খাদেমদের কাছে যা ছিল সেগুলোও নেয়।

মুফতি মিযানুর রহমান সাঈদ বলেন, আল্লাহর শুকরিয়া যে কোনো রকম দুর্ঘটনা ছাড়া তিনি আমাদের বাঁচিয়েছেন। তবে ঘটনাগুলো যেভাবে আকস্মিক ঘটেছে তাতে মনোবল ভেঙে গেছে। মোবাইল দুটিতে আমার অনেক ডকুমেন্ট ও দরকারি রেকর্ড ছিল। সবই তারা নিয়ে গেছে।

খুব দুঃখ পেয়েছি এটা ভেবে, রাস্তায় অনেকবার পুলিশের চেকিং হয় কিন্তু আশঙ্কার জায়গাগুলোতে পুলিশকে পাওয়া যায় না।

তিনি রাতে চলাচলকারীদের সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়ে বলেন, আগে অনেকবার এমন ঘটনা শুনেছি গাড়িতে অ্যাটাক করে দুর্বৃত্তরা পেছনেই থাকে। গাড়ি থামালেই আক্রমণ করে। কিন্তু কালকের ঘটনার সময় সেটি মোটেও স্মরণে ছিল না। যারা রাতে চলাচল করেন বিশেষ করে বক্তাদের বলবো, এমন ঘটনা হলে গাড়ি যেন না থামায়।

তিনি সরকারের কাছে আবেদন জানিয়ে বলেন, রাতে চলাচলকারী ও আলেম ওয়ায়েজদের যেন নিরাপত্তা দেন। এভাবে দুর্বৃত্ত হাতে আর কেউ যেন সর্বস্ব না হারিয়ে বসে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ