আওয়ার ইসলাম: জেল থেকে মুক্তি পেলেন দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া সৌদি প্রিন্স মিতেব বিন আব্দুল্লাহ। স্থানীয় সময় মঙ্গলবার তাকে মুক্তি দেয়া হয়।
প্রয়াত বাদশাহ আবদুল্লাহর ছেলে মিতেব বিন আবদুল্লাহ। তিনি বর্তমান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের চাচাতো ভাই। সম্প্রতি সৌদি আরবে চলা দুর্নীতি দমন অভিযানে তিনি গ্রেফতার হন।
গত ৪ নভেম্বর দুর্নীতির অভিযোগে সৌদি আরব ১১ প্রিন্স, চার মন্ত্রী ও কয়েকজন সাবেক মন্ত্রীসহ ২০০ জনকে গ্রেফতার করা হয়।
মিতেবকে একসময় সৌদি সিংহাসনের অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করা হতো। তিনি দীর্ঘকাল দেশটির অভিজাত বাহিনী ন্যাশনাল গার্ডের প্রধান ছিলেন। গ্রেফতারের কিছুক্ষণ আগে তাকে পদচ্যুত করা হয়।
তবে সৌদি আরবের পক্ষ থেকে এখনো তার ব্যাপারে কোনো বিবৃতি দেয়া হয়নি।
সূত্র: কুদরত ডটকম