প্রশ্ন : আমি একটি প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার। সরকারের পক্ষ থেকে জাতীয় সংগীত গাওয়ার কঠোর নির্দেশ রয়েছে। এখন আমার জানার বিষয় হলো, যদি শরিয়তের সকল দিক লক্ষ রেখে জাতীয় সংগীত গাওয়া হয়, তাহলে জায়েয হবে কি?
[নাম প্রকাশে অনিচ্ছুক]
জবাব : শরিয়তের সকল বিধানের প্রতি লক্ষ রেখে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া জায়েজ আছে। তা সম্মলিতভাবেই হোক কিংবা একাকি হোক।
[ইবনে আরাবি, আহকামুল কুরআন : ৩/৪৬২, রদ্দুল মুহতার : ৬/৩৪৯, আল মাউসুআতুল ফিকহিয়া : ২৬/১১৪]
উত্তর প্রদান: ফতোয়া বিভাগ জামিয়া রাহমানিয়া মুহাম্মদপুর ঢাকা।