মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

আরব শাসকদের মুখোশ খুলে দিলো ইসরাইলি দূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

আরব শাসকদের মুখোশ খুলে দিলো জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি দূত ড্যানি ড্যানন। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, কূটনৈতিক সম্পর্ক নেই এমন ১২টি আরব দেশের সঙ্গে তাদের উষ্ণ সম্পর্ক রয়েছে।

ড্যানন বলেন, অতীতের হিসেব পাল্টে গেছে। আগে আমাদেরকে সব আলোচনা থেকে দূরে রাখা হতো। এখন প্রতি সপ্তাহে আমাদের মধ্যে আলোচনা হয়।

তিনি আরও বলেন, ‘আরব শাসকরা বুঝতে পেরেছেন ইসরাইল রাষ্ট্র আঞ্চলিক সমস্যা নয়; সমস্যার সমাধান। এ কারণেই তাদের সাথে আমাদের সম্পর্কের উঞ্চতা। যা অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

জাতিসংঘে নিযুক্ত ইহুদিবাদী রাষ্ট্রদূত এমন সময় এ তথ্য প্রকাশ করলেন যখন মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান প্রভাব ঠেকানোর লক্ষ্যে ইসরাইলের সঙ্গে সৌদি আরব গোপন সম্পর্ক স্থাপন করেছে বলে খবর প্রকাশ পেয়েছে।

১৪ নভেম্বর লেবাননের দৈনিক ‘আল-আখবার’ সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানকে লেখা দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়েরের একটি গোপন চিঠির বিবরণ প্রকাশ করে। ওই চিঠিতে জনরোষ ফুঁসে ওঠার আশঙ্কা থাকা সত্ত্বেও ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনা তুলে ধরা হয়।

চিঠির একাংশে বলা হয়, ‘আমি আপনার কাছে সৌদি রাজতন্ত্রের সঙ্গে ইসরাইল রাষ্ট্রের সম্পর্ক স্থাপনের পরিকল্পনার খসড়া পেশ করছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে এ সম্পর্ক স্থাপিত হবে এবং বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার আলোচনা হয়েছে।’

অবশ্য সৌদি পররাষ্ট্রমন্ত্রী এখন পর্যন্ত প্রকাশ্যে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের পরিকল্পনার কথা স্বীকার করেননি।

মিসরের সিবিসি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইসরাইলের সঙ্গে সৌদি আরবের কোনো ধরনের সম্পর্ক নেই।’

সূত্র : মিডল ইস্ট মনিটর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ