আওয়ার ইসলাম : সামরিক সহযোগিতার জোট ন্যাটো সদস্য রাষ্ট্র তুরস্ক রাশিয়ার কাছ থেকে ক্রয় করা ক্ষেপণাস্ত্রের প্রথম চালান ২০১৯ সালে হাতে পাওয়ার আশা করছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী নুরেটটিন কানিকলি। খবর রয়টার্স।
বুধবার (২২ নভেম্বর) তুরস্ক ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ক্রয়ের এ ঘোষণা দেয়। রাশিয়ার কাছ থেকে অস্ত্র ক্রয়ের ঘোষণার পর ন্যাটোর অন্য সদস্যদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
গত এক বছর যাবৎ তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস-৪০০ মডেলের ক্ষেপণাস্ত্র ক্রয়ের ব্যাপারে দর কষাকষি করে আসছে। যদিও এমন প্রচেষ্টাকে ওয়াশিংটন এবং তুরস্কের বেশ কিছু মিত্র দেশ ন্যাটোকে পাশ কাটিয়ে যাওয়া বলে মনে করছে।
রাশিয়ার সাথে তুরস্কের এমন চুক্তিতে ন্যাটোর সদস্য দেশগুলোর উদ্ধিগ্নতার কারণ হচ্ছে তুরস্কের নতুন এই অস্ত্র জোটের প্রতিরক্ষার কোন কাজে ব্যবহার করা হবে না। তুরস্ক অবশ্য রাশিয়ার কাছ থেকে কেন অস্ত্র ক্রয় করা হল তার ব্যাখায় বলেছে, ন্যাটো সদস্য দেশগুলোর কাছ থেকে সাশ্রয়ী কোন প্রস্তাব না থাকায় তারা এ অস্ত্র ক্রয় চুক্তি করতে বাধ্য হয়েছে।
আরএম