তাওহীদ মাদানী
দেওবন্দ থেকে
জমিয়তে উলামায়ে হিন্দের সদর মাওলানা আরশাদ মাদানীর প্রদত্ত বক্তব্য নিয়ে হাঙ্গামা বেড়েই চলছে একের পর এক৷ বিজেপির পর এবার কংগ্রেসও সমালোচনা করেছে মাওলানা আরশাদ মাদানীর বক্তব্যের৷ নিয়মের আওতায় এনে গ্রেপ্তার ও শাস্তির দাবিও জানিয়েছে তারা।
ভারতের আসাম রাজ্যের কংগ্রেস নেতা দেবব্রত সুকি়য়া রাজধানী গোয়াহাটি থেকে প্রকাশিত হিন্দি পত্রিকা প্রাতঃ খবর-এ দেয়া বিবৃতিতে মাওলানা আরশাদ মাদানীর ১৪ নভেম্বরে আসামের মুসলমানদের নিয়ে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে প্রদত্ত বক্তব্যের সমালোচনা করে বলেন, আসামের ভেতরগত বিষয়ে আসামের বাইরের কারো কথা বলার অধিকার নেই৷ সরকারের উচিত মাওলানা আরশাদ মাদানীকে নিয়মের আওতায় এনে শাস্তি দেয়া এবং অতি সত্তর তাঁকে গ্রেপ্তার করা৷
আসামের সাবেক (কংগ্রেস) মুখ্যমন্ত্রী ত্রোন গুগবীর বরাতে প্রাতঃ খবর পত্রিকায় প্রকাশিত আরেক সংবাদে বলা হয় মাওলানা আরশাদ মাদানীর বক্তব্য উস্কানিমূলক৷ আমরা তার বক্তব্যের সাথে একমত নই৷
মাওলানা আরশাদ মাদানীর বক্তব্যের প্রতিবাদে কংগ্রেসের উক্ত বিবৃতির দরুণ আসামের মুসলমানদের মাঝে অস্থিরতা ও অনাস্থা বেড়ে গেছে৷ কেননা মাওলানা আরশাদ মাদানীকে দলগতভাবে কংগ্রেসের নিকটতমই মনে করা হত৷
প্রকাশ থাকে যে, ২০১৬ এর নির্বাচনী প্রচারণায় মাওলানা আরশাদ মাদানী বিজেপির বিরোধীতা করতঃ কংগ্রেসের পক্ষে কথা বলেছিলেন৷ এমনকি আসাম রাজ্যে কংগ্রেসের পক্ষ অবলম্বন করত আসামের মুসলমানদেরকে কংগ্রেসে ভোটও দিতে বলেছিলেন৷
তিনি এও বলেছিলেন যে, কংগ্রেসকে সাপোর্ট করার মধ্যেই নিহিত রয়েছে আসামের মুসলমানদের কল্যাণ৷ কিন্তু আজ সেই কংগ্রেসই সব কিছু ভুলে বিরোধীতায় নেমে পড়েছে মাওলানা আরশাদ মাদানীর৷
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর দিল্লিতে এক প্রেস কনফারেন্সে জমিয়তে ওলামায়ে হিন্দের সদর মাওলানা আরশাদ মাদানী ভারতের আসাম রাজ্যে মুসলমানদের নিয়ে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে এক বিবৃতি দেন৷
বিবৃতিতে তিনি বলেন আসামকে মায়ানমার বানানোর পাঁয়তারা চলছে৷ কিন্তু সার্থান্বেষী রাজনৈতীক মহলে মাওলানা আরশাদ মাদানীর উক্ত বক্তব্যের অপব্যাখ্যা করে একের পর এক হাঙ্গামা চলছেই৷
‘ভারতকে ভুলে গেলে চলবে না মাদানীর পরিবারের হাত ধরেই স্বাধীনতা এসেছে ভারতবর্ষে’