আওয়ার ইসলাম: সংসদে এলেই বিরোধীদের নানা প্রশ্নের মুখে পড়তে হবে। আর সেই ভয়েই নাকি সংসদে আসছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে বিজেপিকে নিশানা করে এভাবেই আক্রমণ শানালেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।
এ দিন সকালে ১০ জনপথে ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছিলেন কংগ্রেস সভানেত্রী। সেখানে দলীয় কর্মসূচির পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কার্যকলাপ নিয়েও কথা বলেন তিনি।
তার মতে, প্রধানমন্ত্রী সংসদে না এসে একটা অচলাবস্থা তৈরি করতে চাইছেন। এভাবেই পালাবার পথ খুঁজছেন তিনি। সোনিয়ার হুঁশিয়ারি, এটা কোনোভাবেই হতে দেওয়া হবে না।
শীতকালীন অধিবেশনে জিএসটি, নোটবন্দিসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে মোদী সরকারকে আক্রমণের কৌশল নিয়েছে কংগ্রেস।
সোনিয়ার অভিযোগ, সামনেই গুজরাটে বিধানসভা নির্বাচন। নিজেদের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতেই কৌশলে শীতকালীন অধিবেশনকে পিছিয়ে দিচ্ছে সরকার।
তার কথায়, ‘‘নোটবন্দির বর্ষপূর্তি হলো। কিন্তু যে দাবি নিয়ে সরকার রাতারাতি নোট বাতিল করল, যে কারণে দেশ জুড়ে হাহাকার তৈরি হলো, এক বছর পর এসে দেখা গেল কোনো কিছুই হয়নি।’’ সোনিয়ার মতে, শুধুমাত্র কাটা ঘায়ে নুনের ছিটেই দিয়েছে সরকার। সরকারের এই হঠকারিতা এক লহমায় গরিব মানুষের ভবিষ্যেক আরো অন্ধকারে ঠেলে দিল।
আনন্দবাজার