বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার অভিনেতা আবুল হায়াতের অভিনয়ে রিলিজ হল ইসলামি সংগীত ‘মিছে দুনিয়া’

ভারতকে উড়িয়ে দেওয়ার হুমকি আইএস’র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতে জঙ্গি হামলা চালিয়ে উড়িয়ে দেওয়ার  নহুমকি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। টেলিগ্রাম নামের ম্যাসেজিং অ্যাপলিকেশনের মাধ্যমে পাঠানো এক অডিও-বার্তায় ওই হুমকি দেওয়া হয়।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ১০ মিনিটের অডিও বার্তাটি মালয়ালাম ভাষায়। সেখানে বলা হ্য়, ভারতের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে তছনছ করে দেবে আইএসের যোদ্ধারা। সেখানে হামলার পদ্ধতিগুলোরও আভাস দেওয়া হয়।

অডিও-বার্তায় বলা হয়, খাবারে বিষ মেশানো, ট্রাক দিয়ে মানুষ চাপা দেওয়া, ট্রেন লাইনচ্যুত করে দেওয়া, এমনকি ছুরিকাঘাত করেও হামলা চালানো হতে পারে। এই উপায়ে আগেও হামলা চালিয়েছে আইএস, ভবিষ্যতেও চালানো হবে।

পুরুষকণ্ঠের ওই বার্তা অনুযায়ী, হামলা চালানো হতে পারে ঐতিহ্যবাহী কুম্ভমেলা ও ত্রিসুরপুরমের মতো উৎসবেও।

এ বিষয়ে ভারতের কেরালা রাজ্য পুলিশ জানায়, টেলিগ্রামের মাধ্যমে আফগানিস্তানের কোনো এলাকা থেকে অডিও বার্তাটি পাঠানো হয়েছে। বার্তার পুরুষকণ্ঠটি আইএস নেতা রশিদ আবদুল্লাহর হতে পারে।

এর আগে আইএস নেতা রশিদের বিরুদ্ধে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আইএনএ অভিযোগপত্র দাখিল করে। তাঁর নামে ইন্টারপোলে সতর্কতাও জারি করা হয়েছে। এরই মধ্যে কেরালা রাজ্যে প্রায় ১০০ জনের মতো ব্যক্তি আইএসে যোগ দিয়েছে বলেও বলে জানিয়েছে পুলিশ।

এদিকে এই অডিও বার্তায় নড়েচড়ে বসেছে ভারতের বিভিন্ন রাজ্যের প্রশাসন। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের পর এবার আইএস ভারতের দিকে নজর দিচ্ছে বলে ধারণা করছেন তাঁরা। তাই এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত।

আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ