আওয়ার ইসলাম : লেবাননের সেনাবাহিনী প্রধান ইসরায়েলি সেনাদের হামলার আশঙ্কায় লেবাননের দক্ষিণ সীমান্তে সেনাদের ‘পূর্ণ প্রস্তুতি’ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (২১ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সেনাপ্রধান জেনারেল জোসেফ আউন এক টুইট বার্তায় এ নির্দেশ দেন। তিনি জাতিসংঘ রেজ্যুলেশন ১৭০১ অনুযায়ী ইসরায়েল সীমান্তে স্থিতিশীলতা রক্ষা চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে লেবাননের সেনা সদস্যদের নির্দেশ দেন।
ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধ শেষে ২০০৬ সালে করা চুক্তি অনুযায়ী, লেবানন সীমান্তের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব দেশটির সেনা সদস্যদের দেওয়া হয়।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি সৌদি আরব সফরে গিয়ে পদত্যাগের ঘোষণা দেন। এ সময় হিজবুল্লাহ নেতা সাঈদ হাসান নাসারুল্লাহ হারিরিকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন। লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনও একই অভিযোগ করেন।
আরএম