আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন- পিএলও’র অফিস বন্ধ করলে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্ন করবে বলে জানিয়েছে ফিলিস্তিন।
ওয়াশিংটনে পিএলও-র অফিস চালু রাখার কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না- মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এমন মন্তব্যে দেশটির সাথে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
একই সঙ্গে ফিলিস্তিন জানিয়েছে, পিএলও-র অফিস বন্ধ করলে আরব বিশ্বে তার নেতিবাচক প্রভাব পরবে।
পিএলও’র অফিস বন্ধের সিদ্ধান্তে অবাক হয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি একে অনুচিত সিদ্ধান্ত বলে জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপিকে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ-আল মালকি বলেছেন, প্রতি ৬ মাস পর পর ওয়াশিংটনে পিএলও-র অফিস চালানোর চুক্তি নবায়ন করে আসা হয়। এবারই তা নবায়নে অনীহা দেখিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।
পিএলও-র সেক্রেটারি জেনারেল শায়েব এরাকাত এক টুইট বার্তায় মার্কিন এই পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে মত দিয়েছেন। এমন কিছু ঘটলে যুক্তরাষ্ট্রের সাথে ফিলিস্তিনি সম্পর্কের ইতি ঘটার হুমকিও দেয়া হয় পিএলও-র পক্ষ থেকে।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই সিদ্ধান্তকে মার্কিন আইনের বিষয় বলে মন্তব্য করেন।