আওয়ার ইসলাম: বুধবার (৮ নভেম্বর) বিকেলে মালয়েশিয়ার সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বৈঠকে মালয়েশিয়ার প্রতিনিধি দল বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন কামনা করেছে। শান্তিপূর্ণভাবে ক্ষমতার পরিবর্তন দেখতে চায় তারা।
বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে এ কথা জানান।
ফখরুল বলেন, মালয়েশিয়াতে যে ডেমোক্রেসি প্রাকটিস হচ্ছে, তারা মনে করেন বাংলাদেশেও একইভাবে গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতার পালাবদল হোক।
মালয়েশিয়ার সংসদীয় এই প্রতিনিধি দলে দুজন ছিলেন সরকারি দলের এবং একজন ছিলেন বিরোধী দলের যিনি বিরোধী দলের উপনেতা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকে কমনওয়েল উইমেন পার্লামেন্টারিয়ানের চেয়ারপারসন ড. নূরানিনি আহমেদ ৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।