বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার অভিনেতা আবুল হায়াতের অভিনয়ে রিলিজ হল ইসলামি সংগীত ‘মিছে দুনিয়া’

মো. মনিরুজ্জামানসহ অতিরিক্ত ডিআইজি হলেন ৩৩ পুলিশ সুপার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশ অধিদপ্তরের এআইজি মো. মনিরুজ্জামান পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হয়েছেন। এছাড়াও আরও ৩২ জনকে উক্ত পদে পদোন্নতি দেয়া হয়েছে।

স্বমন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখার উপসচিব মো ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা কার্যকর করা হয়।

মো. মনিরুজ্জামান ট্রাডিশনাল পুলিশিংকে গণমুখী ও সেবামূলক করার জন্য নানারকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যে কারণে তিনি আলাদা খ্যাতিও পেয়েছেন। শুধু অফিসিয়াল দায়িত্বই তার কাছে শেষ কথা নয়, তিনি পবিত্র এ দায়িত্বকে ঈমান ও আমলের অংশও মনে করেন।

পদোন্নতি পাওয়া অন্যরা হলেন— সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল করিম, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. হারুন-অর-রশিদ, ডিএমপির উপ-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম, পুলিশ অধিদপ্তরের এআইজি গাজী মো. মোজাম্মেল হক, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মহাঃ আশরাফুজ্জামান।

ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার এ জেড এম নাফিউল ইসলাম, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আবুল ফয়েজ, পুলিশ অধিদপ্তরের এআইজি এস এম আক্তারুজ্জামান, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. ইমাম হোসেন, নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম, এসপিবিএন পুলিশ সুপার মো. হায়দার আলী খান।

পুলিশ অধিদপ্তরের এআইজি মো. মনিরুল ইসলাম, এসবির বিশেষ পুলিশ সুপার মো. আজাদ মিয়া, পুলিশ অধিদপ্তরের এআইজি মো. মাহবুবুর রহমান ভুঁইয়া, ডিএমপির উপ-পুলিশ কমিশনার বেগম আতিকা ইসলাম, পুলিশ অধিদপ্তরের এআইজি রুহুল আমীন, সিলেটের (এসএমপি) উপ-পুলিশ বাসু দেব বনিক।

সিএমপির উপ-পুলিশ কমিশনার মো. সুজায়েত ইসলাম, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক, শেরপুরের পুলিশ সুপার মো. রফিকুল হাসান গনি, মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান, পুলিশ অধিদপ্তরের এআইজি মো. রেজাউল হক।

অতিরিক্ত পরিচালক ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (পুলিশ সুপার) মো. মনির হোসেন, আরএমপির উপ-পুলিশ কমিশনার একেএম নাহিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, মাগুরার পুলিশ সুপার মো. মুনিবুর রহমান।

কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার পরিত্যেষ, নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, পিবিআই পুলিশ সুপার মো. মজিদ আলী, ডিএমপির উপ-পুলিশ কমিশনার জয়দেব কুমার ভদ্র, পুলিশ অধিদপ্তরের এআইজি কাজী জিয়াউদ্দিন ও বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ